উলুবেড়িয়ায় নাগরিকদের সচেতন করতে রাস্তায় পুরসভা এবং পুলিশ প্রশাসন

আমাদের ভারত, হাওড়া, ২৭ নভেম্বর: উলুবেড়িয়া শহরের যানজট দূর করতে এবং পুরসভা এলাকাকে দূষণমুক্ত রাখতে শুক্রবার একযোগে পথে নামল উলুবেড়িয়া পুরসভা ও পুলিশ প্রশাসন। এদিন সকালে পুর আধিকারিক ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা উলুবেড়িয়া শহরে পদযাত্রা করে নাগরিকদের সচেতন করেন। এদিনের এই পদযাত্রায় উপস্থিত ছিলেন উলুবেড়িযা পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অভয় দাস, বোর্ডের অন্যতম সদস্য আব্বাস উদ্দিন খান, উলুবেড়িয়া থানার আইসি কৌশিক কুন্ডু সহ অন্যান্যরা। এদিন পদযাত্রার পাশাপাশি রাস্তা সেনেটাইজ করা হয়।

উলুবেড়িয়া শহরের যানজট দূর করতে মাসখানেক আগে উলুবেড়িয়া পুরসভার পাশে বিশেষ পার্কিং জোন তৈরি করা হয়। যদিও অধিকাংশ নাগরিক সেই পার্কিং জোন ব্যবহার না করায় রাস্তার পাশে গাড়ি রাখার প্রবণতা রোধ করা যায়নি। ফলে শহরের যানজট দূর হচ্ছে না। তাই পার্কিং জোন ব্যবহার করা নিয়ে মানুষকে সচেতন করতে পুরসভা ও পুলিশ প্রশাসন মাঠে নামল। এদিন পুরসভার পক্ষ থেকে ট্রাফিক আইন মেনে গাড়ি চালানো, হেলমেট পড়া, শহরকে দূষণমুক্ত রাখতে নির্দিষ্ট ভ্যাটে নোংরা আবজনা ফেলার পাশাপাশি করোনা সংক্রমণ রুখতে মাস্ক পরার আবেদন জানানো হয়। 

এই প্রসঙ্গে উলুবেড়িয়া পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অভয় দাস ও বিদায়ী পুরবোডের ভাইস-চেয়ারম্যান তথা প্রশাসক বোর্ডের অন্যতম সদস্য আব্বাস উদ্দিন খান জানান একাধিকবার পার্কিং জোন ব্যবহারে জন্য আবেদন করা হয়েছে। আমরা কয়েকদিন প্রচার চালাবো, ডিসেম্বর মাস থেকে নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে এদিন মাস্ক না পরে রাস্তায় বের হওয়ার ব্যাপারেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নাগরিকদের সতর্ক করা হয়। আইসি কৌশিক কুন্ডু জানান, সরকারি নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *