Bankura, Theft, বাঁকুড়া শহরের অভিজাত এলাকায় একাধিক বাড়িতে চুরি, ক্ষোভ এলাকাবাসীদের

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৩০ মে: দিনের বেলায় জনবহুল এলাকায় একের পর এক বাড়িতে চুরি। কোনো বাড়ির দরজার তালা ভেঙ্গে, আবার কোনো বাড়ির জানালা ভেঙ্গে লুট হচ্ছে। ইতিমধ্যে পরপর বেশ কয়েকটি বাড়িতে এরকম ঘটনায় আতঙ্কে রয়েছে এলাকাবাসীরা। শুক্রবার তারা প্রতিবাদে সরব হয়ে ওঠেন। এই অভিযোগ কোনো গ্রামের নয়। বাঁকুড়া শহরের নন্দনপল্লী এলাকায় ঘটনা।

বাঁকুড়া সদর থানাতে দায়ের করা হয়েছে অভিযোগ। তবে এখনও কেউ ধরা পড়েনি। যার ফলে আতঙ্কে রয়েছেন নন্দনপল্লীর কয়েকশো পরিবার।

উল্লেখ্য, শিক্ষিত ও অভিজাত এলাকা হিসাবে পরিচিত নন্দন পল্লী। এখানকার অধিকাংশ মানুষই চাকরিজীবী। এলাকাবাসীদের অভিযোগ, বাড়ির দরজা বন্ধ করে কোথাও যাওয়ার উপায় নেই। বাড়ি ফাঁকা রেখে কর্মক্ষেত্র, বাজার বা আত্মীয়ের বাড়িতে গেলেই দরজার তালা ভেঙ্গে বা জানালার গ্রিল কেটে দুষ্কৃতীরা ঢুকে পড়ে লুট করে নিচ্ছে সববকিছু। এমনকি আলমারি ভেঙ্গে লুট করা হচ্ছে সোনার গয়না, অর্থ ও মূল্যবান সামগ্রী। একের পর এক বাড়িতে চুরির ঘটনা ঘটায় এলাকাবাসীরা নিজেদের উদ্যেগে এলাকায় পাহারার ব্যবস্থা করেছেন। কিন্তু তাতেও ঠেকানো যাচ্ছে না চুরি।

স্থানীয়দের দাবি, অধিকাংশ চুরির ঘটনা ঘটছে দিনের আলোয়। চুরির ঘটনায় বাঁকুড়া সদর থানায় অভিযোগ করেও কোনো লাভ হয়নি। এনিয়ে সরব হয়েছেন রিম্পা পাল, অতসী পাল, প্রভাস পাল, প্রবীর বাগ, সত্য গাঙ্গুলিরা। তাদের বক্তব্য, দ্রুত চুরির কিনারা করুক পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *