Multiple demands incAIDSO, Bankura, দুর্নীতি মুক্ত ভাবে শিক্ষক নিয়োগ সহ একাধিক দাবি, বাঁকুড়ার জেলাশাসকের কাছে এআইডিএসও’র ডেপুটেশন

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৭ জুন: সমস্ত শূন্য পদে দুর্নীতিমুক্ত ভাবে শিক্ষক নিয়োগ, নিট ও নেট দুর্নীতিতে যুক্তদের শাস্তি, জেলার স্কুল- কলেজ, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন সহ কয়েক দফা দাবিতে এআইডিএসও’র পক্ষ থেকে আজ জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে তিন শতাধিক ছাত্রছাত্রী মিছিল সহকারে জেলা শাসকের দপ্তরের সামনে এসে বিক্ষোভ দেখায়।

এআইডিএসও-র রাজ্য সম্পাদক কমরেড বিশ্বজিৎ রায় সহ রাজ্য ও জেলা নেতৃত্ব ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ছাত্র প্রতিনিধিরা বক্তব্য রাখেন। বাঁকুড়া শহর পরিক্রমা করে বিক্ষোভ মিছিল জেলাশাসকের দপ্তরে পৌঁছলে পুলিশ বাধা দেয়। এর ফলে উত্তেজনার সৃষ্টি হয়। এরপর পাঁচজনের প্রতিনিধি দল জেলাশাসকের দপ্তরে ডেপুটেশন জমা দেন। জেলা প্রশাসন দাবিগুলি পূরণে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *