আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১ জানুয়ারি: শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে পূর্ব মেদিনীপুর জেলায় তৃণমূলের ভাঙন শুরু হয়েছে। তা আরও এক ধাপ এগোল আজ। কাঁথিতে ডরমিটরি মাঠে আজকের জনসভায় শুভেন্দুর হাত ধরে তৃণমূলে যোগ দিলেন কাঁথি পুরসভার প্রশাসক তথা প্রাক্তন চেয়ারম্যান সৌমেন্দু অধিকারী। সৌমেন্দু সহ একাধিক প্রাক্তন কাউন্সিলার আজ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেয়। এছাড়া প্রায় পাঁচ হাজার ছোটবড় নেতা ও কর্মী আজ তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন বলে দাবি শুভেন্দুর।
শুভেন্দু অধিকারী মঞ্চ থেকে ঘোষণা করেন, আপনারা ধরে নিতে পারেন আজ থেকে দক্ষিণ কাঁথি বিধানসভা বিজেপির। তার কারণ হিসেবে তিনি বলেন যে, গত বিধানসভা নির্বাচনে এই দক্ষিণ কাঁথি বিধানসভায় বিজেপি ১৯ হাজার ভোটে পিছিয়ে ছিল। আজকে যে পাঁচ হাজার মানুষ বিজেপিতে যোগ দিলেন তাদের পরিবার প্রতি চারজন করে ধরলে কুড়ি হাজার মানুষ বিজেপিতে যোগ দিলেন আজ।
তিনি আরো বলেন যে, গত লোকসভায় বিজেপি ১৮টি সিটে জয়লাভ করেছিল এবং ১০০ টি বিধানসভায় এগিয়ে ছিল। বালুমাটির শুভেন্দু আর লালমাটির দিলীপ ঘোষ একজোট হয়েছি। দুজনে একসঙ্গে যে সিটগুলোতে ডেফিসিট আছে সেগুলোকে প্লাস করতে করতে আমরা এগোব। আজ ১ জানুয়ারি কাঁথি থেকে সেই কাজ শুরু হলো। আগামীকাল হলদিয়ার দাড়িবেড়াতেও বেশকিছু যোগদান হবে। এই ভাবে এগোতে এগোতে আমরা জানুয়ারির মধ্যে এমন পরিস্থিতি তৈরি করব যে আপনারা বুঝতে পারবেন বিজেপি একটা ভালো জায়গায় পৌঁছে গেছে। তিনি হুমকির সুরে আরো বলেন, এমন পরিস্থিতি তৈরি হবে যে আগামী নির্বাচনে তৃণমূল বাড়ি বাড়ি গিয়ে নকল ভোট মেসিন দেখানোর মতো লোক পর্যন্ত খুঁজে পাবে না।