সংশোধিত নাগরিকত্ব আইন রাজ্যে চালু করা নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য অসার, বললেন মুকুল রায়

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১৭ ডিসেম্বর:
সংশোধিত নাগরিকত্ব আইন রাজ্যে চালু করা নিয়ে মমতার যুক্তি অসার। ভারতবর্ষের পার্লামেন্টে আইন পাশ হয়েছে। সংশোধিত নাগরিক আইন কেন্দ্রীয় সরকারের বিষয়। মুখ্যমন্ত্রী হয়ে উনি এই আইন রাজ্যে লাগু করতে দেবেন না তা বলতে পারেন না। তবে মুখ্যমন্ত্রী ক্যাবের বিরোধীতা করে অসাংবিধানিক কথা বলছেন বলে মঙ্গলবার বিজেপির রাজ্য সদর দফতরে অভিযোগ করলেন বিজেপির জাতীয় পরিষদের সদস্য মুকুল রায়। তাঁর যুক্তি ক্যাব বা এনআরসি দুটোই কেন্দ্রীয় সরকারের বিষয়। পাশাপাশি সরকারি টাকায় মুখ্যমন্ত্রী ক্যাবের বিরোধিতা করে কোনও বিজ্ঞাপন দিতে পারেন না বলেও জানান বিজেপির জাতীয় পরিষদের সদস্য। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মানুষকে ভুল বোঝাতেই ক্যাব মানা হবে না বলে জনসভায় বলছেন।

কেন্দ্রীয় আইন রাজ্যকে মানতে হবে বলে পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে জানান মুকুল রায়। শুধুমাত্র রাজনীতি করার জন্য ক্যাব নিয়ে সংখ্যলঘু সমাজকে ভুলপথে পরিচালিত করছেন মুখমন্ত্রী। রাজনৈতিক ফায়দা তুলতে তৃণমূল সংখ্যালঘু সমাজকে রাস্তায় নামাচ্ছেন বলে অভিযোগ করেন মুকুল রায়। তিনি বলেন, রাজ্যে জাতীয় সম্পত্তি নষ্ট হচ্ছে। কিন্তু মমতার পুলিশ তা নিরব দর্শকের ভূমিকায় দেখছেন। এর থেকে নিন্দনীয় কিছু হতে পারে না বলে জানান মুকুল রায়। তবে নাগরিক সংশোধনী আইন এ রাজ্যেও চালু হবে বলে জানান বিজেপি নেতা মুকুল রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *