আমাদের ভারত, মালদা, ৩ জানুয়ারি: সংশোধিত নাগরিকত্ব আইনে আমরা মানুষের নাগরিকত্ব কেড়ে নিচ্ছি না। আমরা বরং কিছু মানুষকে নাগরিকত্ব দিচ্ছি মালদায় বললেন মুকুল রায়। তিনি বলেন, কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে বুথে বুথে গিয়ে জনসংযোগ তৈরি করে মানুষকে কেন্দ্রীয় আইনের সুফল সম্বন্ধে জানানোর জন্য। পশ্চিমবঙ্গে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো স্টেট স্পনসর্ড ঘটনা। এর সাথে নাগরিকত্বের কোনও সম্পর্ক নেই।
তৃণমূল কংগ্রেস মানুষকে ভুল বোঝাচ্ছে। কোথাও বলা নেই যে মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে।নাগরিকত্ব আইনের সমর্থনে প্রচারে সমস্ত সামাজিক সংগঠনকে সাথে নেওয়া হবে বলে দাবি মুকুল রায়ের। মুখ্য মন্ত্রী নিজের দলকে স্ফিত করার জন্য জন্য এইসব বলছেন। মুকুল রায় বলেন, তিনি ঝাড়খন্ডে নাচানাচি করলেন ২৪ টি আসনের প্রার্থী দিলেন সবকটিতেই তার জামানত বাজেয়াপ্ত হয়েছে। ধর্মের ভিত্তিতে ভারতবর্ষ বিভাজনের জন্য দায়ী জাতীয় কংগ্রেস। পাকিস্তানকে যদি ইসলামিক রাস্ট্র না করা হত তাহলে এই গন্ডগোল হতো না।