মাইক্রোফোন ছাড়া পুরভোটের প্রচার কি ভাবে সম্ভব? রাজ্য নির্বাচন কমিশনারকে প্রশ্ন মুকুল রায়ের

আমাদের ভারত, কলকাতা, ২০ ফেব্রুয়ারি: মাইক্রফোন ছাড়া পুরভোটের প্রচার কিভাবে সম্ভব এই প্রশ্ন তুললেন বিজেপি নেতা মুকুল রায়। বৃহস্পতিবার বিজেপির জাতীয় পরিষদের সদস্য এই প্রশ্ন তুলে রাজ্য নির্বাচন কমিশনারের দ্বারস্থ হন। মুকুল রায় বলেন, বিজেপি একবারও পুরভোট পিছনোর দাবি করছে না। কিন্তু পুরো মার্চ মাস জুড়ে উচ্চমাধ্যমিক পরীক্ষা চলবে। আদালতের নির্দেশ অনুয়ায়ী ঐ সময় মাইক্রফোনে প্রচার করতে পারবে না বিজেপি সহ সমস্ত বিরোধী দলগুলি। তাই পুরভোটে যাতে বিরোধীরা প্রচারের সময় পায় সেই দাবি নিয়েই রাজ্য বিজেপি রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বলে জানান মুকুল রায়।

তাঁর আরও অভিযোগ, রাজ্য সরকার ইচ্ছে করেই পুরভোটের নিঘন্ট এপ্রিলের সামনের দিকে করতে চাইছে। বিরোধীদের প্রচার আটকাতেই রাজ্যের শাসক দলের এমন কৌশল বলে অভিযোগ করেন মুকুল রায়। পাশাপাশি পুরভোটের সময় যাতে পরীক্ষারর্থীদের কোনও রকম অসুবিধে না হয় তার দাবিও জানান মুকুল রায়। তবে বিজেপি যে কোনও দিন পুরভোটের জন্য প্রস্তুত। সাংগঠনিক ভাবে তৃণমূলের সঙ্গে লড়াই করার জন্য বিজেপি তৈরি বলে এদিন রাজ্য নির্বাচন কমিশন দফতরে জানান তিনি। বিজেপি ভোটের প্রচারের সময় পেলে ভালো ফল করবে বলেও দাবি করেন বিজেপির জাতীয় পরিষদের সদস্য। পাশাপাশি আসন্ন পুরভোট ব্যালোটে না ইভিএমে হবে তা নিয়ে মাথা ঘামাচ্ছে না বিজেপি। তিনি বলেন, ব্যালোটে ভোট হলে বাংলাকে পিছিয়ে দেওয়া হবে। আর তাতে আমার কিছু বলার নেই। আমি শুধু বলছি মহারাষ্ট্র, ঝাড়খন্ড সব জায়গায় ইভিএমে ভোট হয়েছে। বিরোধীরা ভালো ফল করেছে বলে রাজ্যের শাসক দলকে কটাক্ষ করেন মুকুল রায়। ১২ এপ্রিল এই দুই পুরসভায় ভোট করতে চাইছে রাজ্য। আর অন্যদিকে বাদবাকি পুরসভা গুলির ভোট আগামী ২৬ কিংবা ২৭ এপ্রিল ভোট করতে চাইছে সরকার বলে নবান্ন সূত্রে খবর।

পুরভোট সম্পন্ন করতে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে কমিশনের কর্তারা। বুধবার কমিশন দফতরে উত্তর চব্বিশ পরগনা ও হাওড়া জেলার জেলাশাসকের সঙ্গে বৈঠক করেছে রাজ্য নির্বাচন কমিশন। উত্তর ও দক্ষিণ কলকাতার নির্বাচনী আধিকারীকদের সঙ্গেও কলকাতার পুরনির্বাচন নিয়ে গতকাল বৈঠক করেছেন রাজ্য নির্বাচন কমিশনের আধিকারীকরা। পুরনির্বাচন নিয়ে যখন রাজ্য রাজনীতির মাটি ক্রমশ্যই উত্তপ্ত হচ্ছে, সেই সময় ভোট পিছানোর দাবিতে দুপুরে কমিশনের দ্বারস্থ হচ্ছে বিজেপি। রাজনৈতিক মহলের মত তবে কি পুরভোটে প্রস্তুত নয় বিজেপি। যার জন্যই পুরভোট পিছনের দাবিতে কমিশনের দ্বারস্থ হচ্ছেন বিজেপি নেতারা। বিজেপি ভালো করেই বুঝতে পারছে এপ্রিলে পুরভোট হলে মাইক্রোফোনে তারা প্রচারের যথেষ্ট সময় পাবে না। তাই সুকৌশলে পুরভোট পিছিয়ে দেবার দাবিতে এদিন কমিশনের দ্বারস্থ হল রাজ্য বিজেপি। যদিও মুকুল রায় বলেন, আমরা পুরভোট পিছিয়ে দিতে একেবারেই বলছি না। শুধু বলছি বিরোধী দলগুলি যাতে প্রচারের সুযোগ পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *