Partha Bhowmik, Barrackpore, ব্যারাকপুর শিল্পাঞ্চলকে ঢেলে সাজাতে বিশেষ উদ্যোগী সাংসদ পার্থ ভৌমিক, প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে সারলেন ডেভলপমেন্ট কমিটির বৈঠক

আমাদের ভারত, ব্যারাকপুর, ৩০ আগস্ট: ব্যারাকপুর শিল্পাঞ্চলকে ঢেলে সাজাতে এবার বিশেষ উদ্যোগী নব নির্বাচিত সাংসদ পার্থ ভৌমিক। সেই জন্য এদিন তিনি ব্যারাকপুর প্রশাসনিক ভবনে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে নিয়ে জেলা শাসকের তৈরি ডেভলপমেন্ট কমিটির এক বৈঠক সারলেন। বৈঠকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের উন্নয়নকে ত্বরান্বিত করতে কী কী কাজ দ্রুত করতে হবে সেই নিয়ে আলোচনা করা হয়।

প্রসঙ্গত, নির্বাচনের প্রচারে সময় পার্থ ভৌমিক ব্যারাকপুরের উন্নয়নের জন্য যে অঙ্গীকার করেছিলেন সাধারণ মানুষের কাছে সেগুলো বাস্তবায়িত করতে এবং সমস্ত জন প্রতিনিধিরা তাদের এলাকায় কী ধরনের উন্নয়ন চান সেই নিয়ে রূপরেখা তৈরি করতে এদিন এই বৈঠক করা হয় বলে নব নির্বাচিত সাংসদ জানান।

এদিনের এই বৈঠকে সাংসদ পার্থ ভৌমিক ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক সোমনাথ শ্যাম, মঞ্জু বসু, সুবোধ অধিকারী, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া, উত্তর ২৪ পরগনার জেলা শাসক হরে কৃষ্ণ দিবেদী, মহকুমা শাসক সৌরভ বারিক সহ সমস্ত পৌর সভার পৌর প্রধান, পঞ্চায়েত প্রধান সহ পি ডাব্লিউ ডি ইঞ্জিনিয়ারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *