আমাদের ভারত, ব্যারাকপুর, ৩০ আগস্ট: এই রাজ্যের জুট শিল্পকে বাঁচাতে এবং জুট শ্রমিকদের মুখে হাসি ফোটাতে উদ্যোগী হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ব্যারাকপুরের নব নির্বাচিত সাংসদ পার্থ ভৌমিক। এবার সেই উদ্যোগে শীলমোহর দিল কেন্দ্র সরকার।
কেন্দ্র যে পরিমাণ জুট সামগ্রী কেনার বরাত রাজ্যের জুট মিল গুলোকে দিত হঠাৎ করে তার পরিমাণ অনেকটা কমিয়ে দিয়েছিল কেন্দ্র। ফল স্বরূপ রাজ্যের জুট শিল্প গুলো ধীরে ধীরে রুগ্ন হতে হতে বন্ধ হয়ে যাচ্ছিল। আর শ্রমিকরা বেকার হয়ে পড়ছিলেন। সবচেয়ে ক্ষতির মুখে পড়তে হচ্ছিল ব্যারাকপুর শিল্পাঞ্চলকে। তাই রাজ্যের জুট শিল্পগুলো যাতে কেন্দ্রের বরাত ঠিক করে পায় তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে লোকসভা নির্বাচনে জিতে এই বিষয়ে কেন্দ্রের কাছে দরবার করেন সাংসদ পার্থ ভৌমিক।
যদিও প্রথমে এই বিষয়টি গুরুত্ব দেয়নি কেন্দ্র। কিন্তু জুট শিল্প বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল সাংসদের করা বিভিন্ন প্রশ্নের মুখে পড়ে অবশেষে রাজ্যের দাবি মেনে নিলো কেন্দ্র। তারা চিঠি দিয়ে রাজ্যকে জানিয়ে দিলেন যে তারা এবার থেকে ৮০ শতাংশ নয় বরং ১০০ শতাংশ অর্ডার দেবেন রাজ্যের জুট মিল গুলোকে যাতে জুট শিল্প আবার পুনর্জীবন পায়। সেই সঙ্গে জুট ব্যাগের দাম বাড়ানোর পক্ষেও সায় দিয়েছে কেন্দ্র।