বর্ধমান, পানাগড়, মানকরে একাধিক ট্রেনের স্টপেজের ব্যবস্থা করলেন সাংসদ আলুওয়ালিয়া

জয় লাহা, দুর্গাপুর, ১৩ মে: দুয়ারে কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট। তার আগে আসানসোল-বর্ধমান শাখায় একগুচ্ছ ট্রেনের স্টপেজের ব্যবস্থা করল পুর্ব রেল। আগামী ১৮ ও ২২ মে থেকে একাধিক ট্রেন থামবে বর্ধমান, পানাগড়, মানকর স্টেশনে।

রেল সুত্রে জানা গেছে, হাওড়া-ভোপাল এক্সপ্রেস বর্ধমান স্টেশনে স্টপেজ দেবে। সিউড়ি-হাওড়া হুল এক্সপ্রেস মানকর স্টেশনে দীর্ঘদিনের স্টপেজের দাবি ছিল এলাকাবাসীর। আগামী ১৮ মে থেকে স্টপেজ দেবে মানকরে। হাওড়া- প্রয়াগরাজ বিভুতি এক্সপ্রেস ও শিয়ালদহ- আসানসোল এক্সপ্রেস পানাগড় স্টেশনে স্টপেজ দেবে।

প্রসঙ্গত, ২০২১ সালে ফেব্রুয়ারি মাসে মানকরে স্টেশনে অগ্নিবিনা, ময়ুরাক্ষী ট্রেন স্টেপজ দেওয়া শুরু করে। একইসঙ্গে আসানসোল ডিভিশনের পারাজ স্টেশনের প্ল্যাটফর্মের আধুনিকিকরনের নব নির্বিত প্ল্যাটফর্মের উদ্বোধন করেন বর্ধমান-দুর্গাপুরের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া। মানকর স্টেশনে কম্পিউটারাইজ টিকিট সংরক্ষণ ও আপার ক্লাস ওয়েটিং রুমের উদ্বোধন করেন তিনি। ওইদিনই মানকর স্টেশনে রেলের অনুষ্ঠান থেকে মানকরবাসীর দাবি মত বেশ কিছু ট্রেনের স্টেপজ দেওয়ার কথা ঘোষনা করেন। তার মধ্যে অন্যতম ছিল অগ্নিবীনা এক্সপ্রেস ট্রেনের স্টপেজ। এছাড়াও ময়ুরাক্ষ্মী ফাস্ট প্যাসেঞ্জার, মোকামা প্যাসেঞ্জার দাঁড়ানোর ব্যাবস্থা করা হয়। আর তরপর আরও একাধিক ট্রেনের স্টপেজে খুশীর জোয়ারে ভাসে পানাগড়, বুদবুদ-মানকরবাসীর।

সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া জানান, “ওই এলাকার মানুষ দাবি জানিয়েছিল। সাধারন মানুষের সুবিধার্থে, রেলমন্ত্রক থেকে ট্রেনগুলির স্টপেজের ব্যাবস্থা করা হয়েছে। এতেপ্রচুর মানুষ উপকৃত হবে।” 

2 thoughts on “বর্ধমান, পানাগড়, মানকরে একাধিক ট্রেনের স্টপেজের ব্যবস্থা করলেন সাংসদ আলুওয়ালিয়া

  1. Aritra Mondal says:

    সিউড়ি শিয়ালদহ মেমুর উখরা স্টেশনে স্টপেজের আবেদন জানাচ্ছি।

  2. Tarun Mondal says:

    সিউড়ি শিয়ালদহ মেমু এক্সপ্রেস উখরা স্টেশনে স্টপেজের জন্য দাবি করছি ।কারণ দুমকা এক্সপ্রেসের পর কলকাতা থেকে ফেরার কোনো ট্রেন নেই।

Leave a Reply to Tarun Mondal Cancel reply

Your email address will not be published. Required fields are marked *