আমাদের ভারত, ৮ এপ্রিল: মঙ্গলবার বিকেলে এসএসসি দফতরে যান বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নজিরবিহীনভাবে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রীকে।
মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে এদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করতে পারেননি মুখ্যমন্ত্রী। বাংলাজুড়ে আরও বড় আন্দোলন হবে। মুখ্যমন্ত্রী বিভিন্ন ধরনের খেলা খেলছেন, ভাঁওতাবাজি করছেন। এটা আর মেনে নেওয়া যাবে না। আশা করছি ওঁর সৎ বুদ্ধির উদয় হবে। কাল আবার এসএসসি অফিসে আসব।”
মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ চাকরিহারাদের নিয়ে এসএসসির দফতরে পৌঁছোন অভিজিৎবাবুরা। সঙ্গে ছিলেন আইনজীবী কৌস্তভ বাগচীও। যদিও এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে দেখা হয়নি তাঁদের।
বুধবার ফের এসএসসির দফতরে যাবেন অভিজিৎবাবুরা। মঙ্গলবার বিকেলে এসএসসির দফতর থেকে বেরনোর সময় অভিজিৎবাবু সাংবাদিকদের বলেন, ‘‘আমরা আমাদের দাবিদাওয়া জানিয়েছি। ওখানে থাকা পুলিশ আধিকারিককেও জানিয়েছি যে আমরা বুধবার আবার আসব।