Arjun Singh, BJP, TMC, অর্জুন সিংয়ের হাত ধরে বিজেপিতে যোগ তৃণমূলের প্রাক্তন উপ-প্রধান, ছাত্র পরিষদের প্রাক্তন সহ-সভাপতি সহ ৬০- এর বেশি মহিলা কর্মীর

আমাদের ভারত, ব্যারাকপুর, ২৮ এপ্রিল: লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই ব্যারাকপুরের রাজনৈতিতে আসছে নতুন চমক। তবে চমক বারবার দিচ্ছে ব্যারাকপুরের বিজেপি। কারণ আবার তৃণমূল দলে ভাঙন ধরানোর কাজ করলো বিজেপি। কয়েকদিন আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন ভাটপাড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যেন রায়।শনিবার বিকেলে জগদ্দলের মজদুর ভবনে বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন জগদ্দল বিধানসভা কেন্দ্রের কাউগাছি-১ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপ-প্রধান খগেন্দ্রলাল বড়ুয়া ও জগদ্দল বিধানসভা কেন্দ্রের তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সহ-সভাপতি সুমন চক্রবর্তী। তাছাড়া ৬০- এর বেশি মহিলা কর্মী এদিন বিজেপিতে যোগ দিলেন।

বিজেপি প্রার্থী অর্জুন সিং এদিন বিজেপিতে তৃণমূল কর্মীদের যোগদান প্রসঙ্গে দাবি করেন, “মানুষ নরেন্দ্র মোদীর ওপর আস্থা রাখছেন। পুলিশ প্রশাসনের ভয়ে তৃণমূলে থাকতে হচ্ছে, কিন্তু তাও তারা তৃণমূলে উপযুক্ত সন্মান পাচ্ছেন না। যারা তৃণমূলের পুরনো নেতা, কর্মী তাদের ওই দলে কোনো গুরুত্ব দেওয়া হয় না, তার বদলে পার্থ ভৌমিক টাকা নিয়ে অন্য দলের লোকেদের তৃণমূলের মাথায় বসিয়ে দিয়েছে, আর তারা মাতব্বর হয়ে উঠেছে। তাদের মাতব্বরি যারা সহ্য করতে পারছে না তারাই চলে আসছে বিজেপিতে। আগামী দিনে ব্যারাকপুর সংসদীয় ক্ষেত্রে চোর বিধায়ক, চোর কাউন্সিলর, চোর পঞ্চায়েত সদস্য বাদে সবাই বিজেপিতে যোগ দেবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *