আমাদের ভারত, মেদিনীপুর, ২০ জানুয়ারি: খড়গপুর পুরসভার ছয় নম্বর ওয়ার্ডে প্রচারে এসে বুদ্ধিজীবীদের বাঁদর বললেন বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসু। তিনি বলেন, গতকাল সৌমিত্র খান বুদ্ধিজীবীদের কুকুর বলেছিলেন সেই শব্দে যদি আপত্তি থাকে তাহলে বুদ্ধিজীবীদের বাঁদর বলা যায়। সায়ন্তন বসু বলেন, কলকাতার রাস্তায় নেমে বুদ্ধিজীবীরা কা কা ছি ছি করেছিলেন তারা পাঁচশ টাকা করে পেয়েছিলেন। মানুষ যখন ধীরে ধীরে বুঝতে পারছেন তখন তাদের আর সেই কা কা, ছি ছি চলছে না। কারণ এই এনআরসি এবং সিএএ আমাদের দেশের যে একটি গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ বিষয় তা অস্বীকার করা যাবে না।
শেখ হাসিনার মন্তব্যের পাল্টা বলতে গিয়ে সায়ন্তন বসু বলেন, বাংলাদেশের ৩৪% হিন্দু একাত্তরে বাইশ শতাংশ এবং আজ আট শতাংশ হয়ে দাঁড়িয়েছে। তার জন্য শেখ হাসিনার দল এবং তাদের পূর্বপুরুষ সকলে দায়ী। তাই এই সংশোধিত নাগরিক আইন প্রয়োজন।
আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে খড়গপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে সোমবার এক সভায় বক্তব্য রাখেন বিজেপির রাজ্যে সাধারণ সম্পাদক সায়ন্তন বসু।