Mamata, Sukanta, ভোট প্রচারে বালুরঘাটে মমতাক, বাড়িতে মুখ্যমন্ত্রীকে চা-পানের আমন্ত্রণ, জেলার উন্নয়ন নিয়ে আলোচনায় আগ্রহী সুকান্ত

আমাদের ভারত, ২১ এপ্রিল: দ্বিতীয় দফার নির্বাচনের আগে আজ ছিল হাই ভোল্টেজ রবিবার। তাই প্রচারের ময়দানে ঝড় তুলেছে বিজেপি তৃণমূল সহ সব রাজনৈতিক দল। গরম উপেক্ষা করে প্রচার সারছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অমিত শাহরা।

২৬ এপ্রিল দ্বিতীয় দফার ভোটে দেশের অন্যান্য কেন্দ্রের সাথে রাজ্যের তিনটি আসনে ভোট হবে। সেই তিনটি আসন হলো দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট। আর এই তিনটি লোকসভা আসনই বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। কিন্তু তৃণমূল হাল ছাড়তে নারাজ। তাই এই তিনটি আসনেই দফায় দফায় প্রচার চালিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। আজ বালুরঘাট লোকসভায় প্রচার করেন তৃণমূল সুপ্রিম। গত পাঁচ বছর ধরে বিজেপির দখলে ছিল এই লোকসভা কেন্দ্র। আবারো সেই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেই।

অন্যদিকে এই কেন্দ্রে এবার তৃণমূল ভূমিপুত্র বিপ্লব মিত্রকে প্রার্থী করেছে। তাঁর সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করেন। আর সেই সভায় যোগ দিতে আসায় মুখ্যমন্ত্রীকে চা পানের আমন্ত্রণ জানালেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, “বালুরঘাট লোকসভা কেন্দ্রে আসছেন, আমার বাড়িতে একটু চা খেয়ে যাওয়ার আমন্ত্রণ জানাবো। চা চক্রে জেলার উন্নয়ন নিয়ে বৈঠক করবেন বলেও সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন বিজেপি নেতা। একই সঙ্গে দুর্নীতির ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করতে ছাড়েননি তিনি। একই সঙ্গে জবাব দিয়েছেন অভিষেকের অভিযোগের।

রায়গঞ্জের সভা থেকে শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, দ্বিতীয় দফায় বিরোধীরা ধুয়ে যাবে। সার্জিক্যাল স্ট্রাইকের কথা উল্লেখ করেছিলেন তিনি। সুকান্ত মজুমদার বলেন, সবাই দেখতে পাবে আগামী ৪ তারিখ কী হবে। নিজের জয়ের ব্যাপারে সম্পূর্ণ আত্মবিশ্বাসী এই লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। তাঁর দাবি, সাংসদ তহবিলের টাকা খরচ হয়েছে। জেলাজুড়ে উন্নয়নের কাজ হয়েছে। মানুষ সব দেখতে পাচ্ছে। নতুন ট্রেন সহ রেলের বিভিন্ন প্রকল্প দক্ষিণ দিনাজপুর জেলা পেয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।বিপুল ওই কাজে কোথাও কোনো দুর্নীতি হয়েছে তা কেও বলতে পারবে না বলেও দাবি করেছেন তিনি। আর এই কারণে এবারের নির্বাচনে বিপুল ভোটে জেতার বিষয়ে আশাবাদী বিজেপির রাজ্য সভাপতি। তাঁর আরো দাবি, এবারে তার লিড আরো বাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *