আমাদের ভারত, কলকাতা, ৬ ফেব্রুয়ারি : বাংলার প্রথম নগরবাউলদের দল মহীনের ঘোড়াগুলির অন্যতম স্থপতি বাপিদা ওরফে তাপস দাস ফুসফুসের ক্যানসারে আক্রান্ত। গান গেয়েই দিন গুজরান তাঁর। ইতিমধ্যেই রাজরোগের মোকাবিলায় চিকিৎসা ও আনুষঙ্গিক ব্যয় সামলাতে গিয়ে তাঁর ছোট্ট মধ্যবিত্তের সংসারের যৎসামান্য জমানো অর্থের নিরাপত্তায় ব্যাপক টান পড়েছে। বাপিদাকে সুস্থ দেখতে তাঁর পাশে বারবার দাঁড়াতে চেয়েছেন দুই বাংলার শিল্পীরা।
উদ্যোক্তাদের পক্ষ থেকে ইংরেজি স্নাতক, তৃতীয় বর্ষের পড়ুয়া বরিষণ রায় জানান,
“মহীনের ঘোড়াগুলির সলতে পাকানো সত্তরের প্রেসিডেন্সির ক্যান্টিনে। মহীন তো বটেই মহীনের ধারাবাহিকতার গানবাজনার সঙ্গে প্রেসিডেন্সি কলেজের এবং একই সূত্রে বাপিদার সঙ্গে আমাদের সম্পর্ক নিবিড়। সেই দায় থেকেই, আরও বড়ো হয়ে ডাক দেয় আন্তরিকতা। আগামী ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের মাঠে এক মঞ্চে আসতে চলেছেন বাংলার শিল্পীরা, বাপিদা’র জন্য। অনুষ্ঠান থেকে সংগৃহীত অর্থ ‘আইকন’-এর পক্ষ থেকে বাপিদা ও তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হবে।”
বরিষণ রায় জানান, “অনুষ্ঠানে সঙ্গে থাকছেন অনিন্দ্য, উপল, পরমা, আব্রাহাম মজুমদার, প্রদীপ চট্টোপাধ্যায় (বুলা), অয়ন মুখার্জী, সিধু, গাবু, ইন্দ্রজিৎ সেন, প্রবুদ্ধ ব্যানার্জী, সাত্যকি, রূপঙ্কর, নবমিতা দাস, সোনার বাংলা সার্কাস, দেবদীপ এবং আরও অনেকে। প্রবেশ আমন্ত্রণমূলক। আমন্ত্রণপত্রের জন্য হোয়াটসঅ্যাপ করুন: অপলক (৭৪৩৯৩০৩২৭৯),
সৃজনী (৯২৩৯২২২৭৫৭),
অভিনন্দা (৭৯৮০৭২১৯৭৫)।”
প্রেসিডেন্সির সদ্য প্রাক্তনী সৌরভ চট্টোপাধ্যায়ও সক্রিয় হয়েছেন এ ব্যাপারে। বাপি দাসের স্ত্রী সুতপা দাস জানান, বাপির ক্যানসার ধরা পড়ে গত বছর অক্টোবরে। এ কথা জানতে পেরে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মঞ্চ ‘আইকন’ তাঁর সঙ্গে যোগাযোগ করে। কথাবার্তা বলেই অর্থসংগ্রহের এই পরিকল্পনা হয়।