আমাদের ভারত, ২৯ আগস্ট: এক ধাক্কায় রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ২০০ টাকা কমিয়ে দিল মোদী সরকার। ২০০ টাকা দাম কমানোর কথা ঘোষণা করার সঙ্গে সঙ্গে উজ্জ্বলা যোজনার আওতায় ভর্তুকির পরিমাণ হলো সিলিন্ডার প্রতি ৪০০ টাকা।
মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় অর্থ বিষয়ক কমিটির বৈঠক ছিল। সেই বৈঠকে ভর্তুকি বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রী সভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুর জানান, সমস্ত উপভোক্তার জন্য রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি ২০০ টাকা দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে উজ্জ্বলা যোজনার ভর্তুকিও বাড়ানো হলো। এটা প্রধানমন্ত্রীর তরফ থেকে রাখীর উপহার।
কলকাতায় সাধারণ এলপিজি সিলিন্ডারের দাম ১১২৯ টাকা থেকে কমে হল ৯২৯ টাকা। উজ্জ্বলা যোজনায় আরও ২০০ টাকা কম দামে পাওয়া যাবে গ্যাস। তবে ভর্তুকির টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করবে সরকার। উজ্জ্বলা যোজনায় বছরে বারোটি রান্নার গ্যাসের সিলিন্ডার ভর্তুকি মূল্যে দেওয়া হয়।
গত মার্চ মাসের হিসেব অনুযায়ী ৯.৫৯ কোটি উপভোক্তাকে ভর্তুকি মূল্যে সিলিন্ডার দেয় সরকার। রান্নার গ্যাসের দাম কমানোর ক্ষেত্রে রাজ্যের নেতারা কেন্দ্রীয় নেতাদের কাছে দরবার করেছিল বলে শোনা গেছে। সামনেই একের পর এক বিধানসভা নির্বাচন এবং সর্বোপরি লোকসভা নির্বাচন। তাই ভোট প্রচারে রান্নার গ্যাসের দাম যাতে বিরোধীদের হাতিয়ার হয়ে না যায়, সেই দিকটাও রক্ষা হল এই সিদ্ধান্তে বলে মনা করা হচ্ছে।