আমাদের ভারত, ১২ এপ্রিল: জম্মু-কাশ্মীরের উধমপুরে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে দুটি বড় ঘোষণা করেছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী। তিনি বলেছেন যে, জম্মু ও কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা পুনরুদ্ধার করা হবে। খুব তাড়াতাড়ি এখানে বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর এই ঘোষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ন্যাশনাল কনফারেন্স এবং পিডিপি-সহ সমস্ত রাজনৈতিক দল ৩৭০ ধারা অপসারণের পর থেকে জম্মু-কাশ্মীরে নির্বাচনের দাবি জানিয়ে আসছে। এই ঘোষণায় তাদের মুখ বন্ধ করতে সক্ষম হবে পদ্ম শিবির।
উধমপুর থেকে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং’কে প্রার্থী করেছে বিজেপি। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ভাষণে বলেন যে, দুর্বল কংগ্রেস সরকারগুলি দশ বছর ধরে শাহপুর- কান্দি বাঁধ অমীমাংসিত রেখেছিল। সেই কারণেই জম্মুর গ্রামগুলো শুকিয়ে গেছে। কংগ্রেসের আমলে রাভি থেকে যে জল আমাদের অধিকার ছিল তা পাকিস্থানে চলে যাচ্ছিল। মানুষ যখন তাদের বাস্তবতা জানতে পেরেছে তখন জম্মু ও কাশ্মীরে আর ভ্রমের মায়াজাল চলেনি।
তিনি বলেন, গত দশ বছরে আমরা জঙ্গি ও দুর্নীতিবাজদের জন্য ফাঁদ আরও শক্ত করেছি এবং এখন আগামী পাঁচ বছরেই রাজ্যকে উন্নয়নের নতুন উচ্চতায় নিয়ে যেতে হবে। গত দশ বছরে জম্মু ও কাশ্মীর সম্পূর্ণ বদলে গেছে। এটা ঘটেছে সবচেয়ে বড় কথা হল জম্মু ও কাশ্মীর তার মন পরিবর্তন করেছে। কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্সকে নিশানা করে প্রধানমন্ত্রী বলেন, এখন এখানে স্কুল পোড়ানো হয় না, স্কুল তৈরি হয়। এই দুই দলের বিরুদ্ধে পরিবারবাদের অভিযোগ এনে তিনি বলেন, উভয় দলই পরিবারবাদী।
৩৭০ ধারা প্রসঙ্গে মোদী বলেন, আপনাদের আশীর্বাদে মোদী ৩৭০ ধারার ধ্বংসাবশেষ মাটিতে পুঁতে দিয়েছে। আমি কংগ্রেসকে ৩৭০ ফিরিয়ে আনতে চ্যালেঞ্জ জানাই। ক্ষমতার জন্য জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা তৈরি করা হয়েছিল।
প্রধানমন্ত্রী বলেছেন যে, এই নির্বাচন দেশে একটি শক্তিশালী সরকার গঠনের নির্বাচন। একটি শক্তিশালী সরকার চ্যালেঞ্জের মধ্যে দিয়ে কাজ করে। আজ গরিবদের বিনামূল্যের রেশনের নিশ্চয়তা রয়েছে। ১০ বছর আগে কাশ্মীরের গ্রামে বিদ্যুৎ, জল এবং রাস্তা ছিল না। মোদীর গ্যারান্টি মানে গ্যারান্টি পূরণের গ্যারান্টি। আজ আপনাদের আশীর্বাদে মোদী তার গ্যারান্টি পূরণ করেছেন। সীমান্তের ওপার থেকে গুলি বর্ষণ, সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ, পাথর ছোড়া নির্বাচনের বিষয় নয়। দেশের আনাচে কাঁনাচে শোনা যাচ্ছে একই প্রতিধ্বনি, আব কি বার, ফিরে সে মোদী সরকার।