“লকডাউন ছাড়া আর কোনো উপায় ছিল না” , দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী

আমাদের ভারত, ২৯ মার্চ : করোনাকে আটকাতে দেশজুড়ে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। এই লকডাউনে বন্ধ রয়েছে সমস্ত গণপরিবহন, স্কুল কলেজ। বন্ধ রয়েছে সরকারি-বেসরকারি অফিস কাছাড়িও। লকডাউনের কারণে দেশবাসী বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। এক বাক্যে মেনে নিয়েছেন প্রধানমন্ত্রী নিজে সেকথা। তাই রবিবার ” মন কি বাত” অনুষ্ঠানে এসে নিজেই ক্ষমা প্রার্থনা করলেন দেশবাসীর কাছে। প্রধানমন্ত্রী বলেছেন, “ক্ষমা করবেন আমায় এটা ছাড়া আর কোন উপায় ছিল না”।

এখন আর প্রতিদিন নয় প্রতি মুহূর্তে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতে ১০২৪ জন করোনায় সংক্রমিত। মৃতের সংখ্যা ২৭। এদিকে দেশজুড়ে চলছে লকডাউন। আর এই লকডাউনের কারণে দেশবাসী একাধিক সমস্যার সম্মুখীন হচ্ছেন। যদিও এই লক ডাউনের কারণ মারন ভাইরাসকে আটকানো। এই লাভ ডাউনে অত্যাবশ্যকীয় পণ্য জরুরী পরিষেবার ছাড় দেওয়া হয়েছে। তবুও নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে একাধিক রাজ্যের নাগরিকদের। তাই মানুষের সমস্যার জন্য সরাসরি “মন কি বাত” অনুষ্ঠানে এসে ক্ষমা চেয়েছেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে জানিয়েছেন করোনাকে মোকাবিলা করার জন্য লকডাউন ছাড়া আর কোনো পথ খোলা ছিলো না।

এক ভাবে ঘর বন্দী হয়ে থাকতে থাকতে মানুষ ধীরে ধীরে অবসাদগ্রস্ত হয়ে পড়ছে। আর সেই জন্যেই রবিবার সকালে দেশবাসীর উদ্দেশ্যে মোদী বলেন পরিচিতদের সাথে সামাজিক দূরত্ব বাড়ান, মানসিক দূরত্ব নয়। দেশবাসীর উদ্দেশ্যে বলেন যারা এই মুহূর্তে কোয়ারেন্টিনে আছেন তারা সাবধানতা অবলম্বন করছেন। তাদের সাথে মানসিক কোন ভেদাভেদ রাখা ঠিক নয়।

গত সপ্তাহের মঙ্গলবার রাতে লকডাউন ঘোষণা করেছিলেন নরেন্দ্র মোদী। মারন ভাইরাসের হাত থেকে দেশকে বাঁচাতে এই পদ্ধতি একমাত্র পথ। সারা বিশ্বের বহু দেশ এই মহামারীকে আটকাতে লকডাউনে গেছে। ভারতকেও সেই পথ অনুসরণ করতে হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *