আমাদের ভারত, ৩০ এপ্রিল: প্রব্রাজিকা আনন্দপ্রাণ মাতাজির প্রয়াণে শ্রদ্ধা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মঙ্গলবার প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডলে লিখেছেন, “শ্রী সারদা মঠ এবং রামকৃষ্ণ সারদা মিশনের পরম শ্রদ্ধেয় সভাপতি প্রব্রাজিকা আনন্দপ্রাণ মাতাজি সমাজের জন্য তাঁর স্মরণীয় সেবা এবং মানুষের মধ্যে আধ্যাত্মিকতার মূল্যবোধ জাগিয়ে তোলার জন্য স্মরণ করা হবে। স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং নারী শক্তির ক্ষমতায়নে তার প্রচেষ্টাও স্মরণ করা হবে। এই দুঃসময়ে আমার ভাবনা অগণিত ভক্তদের সাথে। ওম শান্তি।”
প্রসঙ্গত, প্রয়াত সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের প্রেসিডেন্ট আনন্দপ্রাণা মাতাজি। মঙ্গলবার সকাল ১০টা নাগাদ দক্ষিণেশ্বরে সারদা মঠের সদর দফতরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৭ বছর। এদিন সকালে সারদা মঠের তরফে তাঁর প্রয়াণের খবর জানানো হয়েছে। প্রব্রাজিকা আনন্দপ্রাণা মাতাজির প্রয়াণে শোকস্তব্ধ তাঁর অগণিত শিষ্যা, অনুগামীরা।