আমাদের ভারত, ২৫ ডিসেম্বর:আজ প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার ১৮ হাজার কোটি টাকা কৃষকদের হাতে তুলে দিলেন মোদী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি দেশের একাধিক রাজ্যের কৃষকদের সঙ্গে এই প্রকল্প নিয়ে কথা বলেন। একই সঙ্গে তিনি নয়া কৃষি আইনের বিরোধিতায় যে আন্দোলন হচ্ছে তার পেছনে বিরোধীদের সহোযোগিতা রয়েছে বলেও অভিযোগ করেন। তিনি প্রশ্ন তোলেন কেন বাম শাসিত কেরলে মান্ডি নেই, কেন পশ্চিমবঙ্গের কৃষকদের কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত করা হয়েছে।
মোদী অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার কেন্দ্রের প্রকল্পের টাকা থেকে কৃষকদের বঞ্চিত করছে। তিনি বলেন পশ্চিমবঙ্গই দেশের একমাত্র রাজ্য যেখানে ৭০ লাখ কৃষক কেন্দ্রের সুবিধা থেকে বঞ্চিত। প্রধানমন্ত্রী বলেন,” বাংলায় বাম সরকার ৩৪ বছর ক্ষমতায় ছিল, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনুন বুঝতে পারবেন সিপিএম বাংলায় কৃষকদের কি হাল করেছিল। এখন সেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কৃষকদের বঞ্চিত করছেন।”
মোদী আরও বলেন, বর্তমানে দেশে যেসব বিরোধীরা দিল্লির কৃষক আন্দোলনে মদত দিচ্ছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছু বলছে না কেন?বাংলা কৃষকদের নিয়ে তাদের কোন মাথা ব্যথা নেই কেন?
মোদী বলেন, বিরোধীরা অভিযোগ করছেন নয়া কৃষি আইনে মান্ডি ব্যবস্থা উঠে যাবে,এমএসপি বন্ধ হয়ে যাবে। কিন্তুকেরলে বর্তমানে বাম সরকার রয়েছে, এর আগে সেখানে কংগ্রেস সরকার ছিল সেখানে এখনোও কেন মান্ডি ব্যবস্থা নেই?” প্রধানমন্ত্রী বলেন কেন পাঞ্জাবের কৃষকদের এখন ভুল বোঝানো হচ্ছে, দয়া করে কৃষকদের ভুল বোঝাবেন না। ”
মোদী কৃষকদের উদ্দেশ্যে বলেন , যেখানে ভালো দাম পাবেন সেখানেই ফসল বিক্রি করুন। মনে হলে বাইরে ব্যবসায়ীদের কাছে বিক্রি করতে পারেন, চাইলে অন্য রাজ্যে বিক্রি করুন কোন সমস্যা নেই।
প্রধানমন্ত্রী বলেন দেশের ৮০ শতাংশ ছোট কৃষক। আগের সরকারের আমলে কৃষকরা প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ পেত না। কৃষি বিমার সুযোগ পেত না। ফসল বিক্রি করতে গিয়ে তারা নাজেহাল হয়ে যেতেন। কৃষকদের ছোট ছোট সমস্যায় সরকারের কোনো নজর ছিল না। কৃষকদের পরিস্থিতি জেনেও কিছু করা হয়নি ।
কিন্তু বিদেশে কৃষি ব্যবস্থা অনেকটাই উন্নত । তাই আমরাও সেই দিকে এগোচ্ছি। কৃষকরা এখন কেন্দ্রীয় প্রকল্পের লাভ পাচ্ছেন, ফসল বীমা পাচ্ছেন, দিন বদলাচ্ছে, তাই আমাদের কৃষির ক্ষেত্রেও দৃষ্টিভঙ্গি বদলাতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, এখন নামমাত্র প্রিমিয়াম দিয়ে কৃষকরা ফসলের বীমা করতে পারছেন, এখনো পর্যন্ত ৮৭হাজার কোটি টাকা বীমা পেয়েছেন দেশের কৃষকরা।
তামিলনাড়ুতে মাইক্রো ইরিগেশন করে ভালো ফল পাওয়া গেছে, যার কথা বিরোধীরা ভাবতেও পারেননি। কৃষকদের উৎপাদিত ফসলের বাজার চাই তার জন্যেই কোল্ড ষ্টোরেজ তৈরি হচ্ছে। এরকম ১০ হাজার কোল্ডস্টোরেজ তৈরি হবে।
মোদী অভিযোগ করেন, আগের সরকার সব জেনেও স্বামীনাথন কমিশনের রিপোর্ট লাগু করেনি, আমরা তা করেছি। কিন্তু আইনের বিরোধিতা করে বিরোধীরা এখন ভুল বোঝানো শুরু করেছেন।

