লক ডাউনের নিয়ম ভাঙলেই অভিযুক্তর বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থার নির্দেশ

আমাদের ভারত,২৩ মার্চ:ব্যাপক গতিতে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস, যাভারতের যথেষ্ট উদ্বেগ বাড়িয়েছে। কিন্তু তারপরেও অনেকেই লকডাউনকে গুরুত্ব দিচ্ছেন না বলে মনে করছেন প্রধানমন্ত্রী। তাই লকডাউনের নিয়ম এবার না মানলে অভিযুক্তকে প্রয়োজনে জেলে পাঠানোর নির্দেশ দিলেন তিনি।

করোনা সংক্রমণ রুখতে বিভিন্ন রাজ্যে লকডাউন ঘোষণা করেছে কেন্দ্র। ২৩শে মার্চ বিকেল চারটে থেকে ২৭ মার্চ মধ্যরাত পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। এই ব্যবস্থা কেউ ভাঙলে তার বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র। কড়া হাতে লকডাউন নিশ্চিত করতে রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশজুড়ে ৮০টি জেলায় লক ডাউন ঘোষণা করা হয়েছে। কলকাতা, দিল্লি, মুম্বাই,চেন্নাই বেঙ্গালুরু সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে। জরুরী পরিষেবা ছাড়া বাকি সব বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু পাওয়া যাবে অত্যাবশ্যকীয় পণ্য।

চলবে না কোনো ট্রেন। সম্পূর্ণরূপে বন্ধ থাকবে গণপরিবহন। একসঙ্গে ৭ জনের বেশি কোথাও বেরোনো করা যাবে না।

ভারতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। একদিনে ৮১ জন নতুন করে আক্রান্ত হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী ভারতে আক্রান্তের সংখ্যা ৪১৫। এই পরিস্থিতিতে দেশে করোনা তৃতীয় পর্যায়ে সংক্রমন আটকাতে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

কিন্তু তারপরেও মানুষ সচেতন হচ্ছে না অকারণেই বাইরে বের হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী। তিনি লিখেছেন,” অনেক মানুষ লকডাউনকে গুরুত্ব দিচ্ছেন না। দয়া করে নিজেও নিজের পরিবারকে সুরক্ষিত রাখুন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *