আমাদের ভারত, ৩০ জানুয়ারি:প্রজাতন্ত্র দিবসের দিন ট্রাক্টর মিছিলকে কেন্দ্র করে রাজধানীতে হাঙ্গামার পরেও আলোচনার মাধ্যমে কৃষকদের সাথে সমস্যা সমাধানের পথ খোলা রাখল কেন্দ্রীয় সরকার। বাজেট অধিবেশনের আগে সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, কৃষক নেতাদের একটা ফোনেই কথা বলবেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার। সরকারের দেওয়া কৃষি আইন স্থগিত রাখার প্রস্তাবের কথা আবার একবার স্মরণ করিয়ে দিয়েছেন তিনি।
শনিবারে সর্বদলীয় বৈঠকের প্রধানমন্ত্রী বলেন,’কৃষি মন্ত্রী কৃষকদের যা বলেছেন আমিও সেই কথাই আবার বলছি, কৃষি আইন নিয়ে এখনো কোনো সমঝোতা হয়নি। তবে কেন্দ্রের তরফে একটা প্রস্তাব ছিল আলোচনার রাস্তা খোলা রয়েছে। এই সমস্যা সমাধানে সিদ্ধান্ত আলোচনার মাধ্যমেই নিতে হবে। আমাদের সবাইকে দেশের কথা ভাবতে হবে।’
কৃষি আইন নিয়ে কৃষকদের সাথে শেষ বৈঠকে বলা হয়েছিল, ১৮ মাস অর্থাৎ দেড় বছর নয়া কৃষি আইন লাগু করবে না কেন্দ্র। কিন্তু আইন প্রত্যাহার করা হবে না। এই বিষয়টি কৃষকরা ভেবে দেখুক। কিন্তু কৃষকদের দাবি ছিল অন্য কোন কথা নয়, আইন প্রত্যাহার করতে হবে। ফলে আজ আবার সর্বদল বৈঠক থেকে মোদী বার্তা দেন, কৃষক নেতাদের একটা ফোনেই কৃষি মন্ত্রী আবার আলোচনায় বসবেন, আইন স্থগিত রাখার প্রস্তাব নিয়ে আলোচনা হবে।
ট্রাক্টর মিছিলকে কেন্দ্র করে অশান্তি পর খানিকটা দুর্বল হয়ে যায় কৃষক আন্দোলন। দুটি কৃষক সংগঠন আন্দোলন থেকে সরে যায়। পুলিশের চাপ সৃষ্টি করতে থাকে আন্দোলনকারীদের ওপর। এরকম অবস্থায় আবার সরকারের প্রস্তাব খতিয়ে দেখতে বললেন প্রধানমন্ত্রী। জানালেন আগের মতই কৃষি আইন সাময়িক স্থগিত রাখতে তৈরি সরকার। কৃষক নেতারা ফোন করলেই আলোচনা শুরু করা হবে।