আমাদের ভারত, ২২ নভেম্বর: মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা পরিস্থিতি ও ভ্যাক্সিন নিয়েই এই বৈঠক হবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক হবে। বর্তমানে তিনদিনের বাঁকুড়া সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর বাঁকুড়া থেকেই প্রধানমন্ত্রীর সাথে এই ভার্চুয়াল বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর জঙ্গলমহল সফর ছিল পূর্ব নির্ধারিত। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক থাকার কারণে এই সফরে কিছু রদবদল হতে পারে। মূলত বড় রাজ্য এবং যে রাজ্যে করোনার প্রকোপ সবচেয়ে বেশি সেই সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন মোদী। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ও থাকবেন।
জানা গেছে করোনার টিকা তৈরি বন্টন সংক্রান্ত বিষয় এবং সামগ্রিকভাবে করোনা পরিস্থিতি নিয়ে মোদীর সঙ্গে বৈঠকে আলোচনা হওয়ার কথা। দেশে প্রতিষেধক তৈরি অগ্রগতি ও তা বন্টনের প্রক্রিয়াটি দেখভালের জন্য একটি বিশেষজ্ঞ কমিটিও গঠন করেছে কেন্দ্র। স্বাস্থ্যমন্ত্রকের উচ্চপদস্থ কর্তা, বিশেষজ্ঞরা ছাড়াও কমিটিতে রয়েছেন নীতি আয়োগের কর্তারা।
দেশে করোনার টিকা তৈরীর ক্ষেত্রে কতটা অগ্রগতি হয়েছে সেই সংক্রান্ত একটি রিপোর্ট তারা প্রধানমন্ত্রীর দপ্তরে জমা দেন। শুক্রবার ভ্যাকসিন তৈরি এবং তা দ্রুত কিভাবে মানুষের হাতে পৌঁছাতে পারে তা নিয়ে উচ্চপর্যায়ের একটি ভার্চুয়াল বৈঠক করেন প্রধানমন্ত্রী। তারপরই তিনি টুইট করে জানান, ভ্যাক্সিন সংক্রান্ত ক্ষেত্রে দেশের নীতি কি হতে চলেছে এবং কিভাবে অগ্রসর হওয়া যায় তা নিয়ে একটি বৈঠক হল। ভ্যাক্সিন তৈরীর কাজ কতদূর, কবে তা অনুমোদনের জন্য পাঠানো যেতে পারে এবং কিভাবে তা বাজারে আসতে পারে সব গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হল। তারপরই টুইটে তিনি লেখেন বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে কারা আগে ভ্যাক্সিন পাবেন,চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের যাতে দ্রুতই ভ্যাকসিন দেওয়া যায় এবং তারপর কিভাবে দ্রুত তা অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়া যেতে পারে সেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। জানা যাচ্ছে এরপরেই বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বৈঠক করার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী।