৬০% কার্যকরী হবে কোভ্যাক্সিন, টিকা বাজারে আসবে ৪-৫ মাসের মধ্যে, জানালো ভারত বায়োটেক

আমাদের ভারত, ২২ নভেম্বর:করোনার টিকা কোভ্যাক্সিন প্রথম ধাপে ৬০% কার্যকরী হবে। তা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ভারত বায়োটেক। তবে তৃতীয় পর্যায়ের রিপোর্ট আসার পর স্পষ্ট করে বোঝা যাবে মানুষের শরীরে কতটা কাজ দেবে এই টিকা। টিকা বাজারে আসতে আর ৪-৫ মাস সময় লাগতে পারে বলে ধারণা ভারত বায়োটেকের গবেষকদের।

ভারত বায়োটেক এর কোয়ালিটি অপারেশনের প্রেসিডেন্ট সাই ডি প্রসাদ জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই টিকা ৬০% কার্যকরী হবে। তবে এর চেয়ে বেশিও কার্যকরী হতে পারে, যা কিনা এই টিকার সেফটি ট্রায়াল’ রিপোর্ট দেখে সঠিকভাবে বলা যাবে। কোন টিকা ৫০% কার্যকরী হলে তাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়পত্র দেয়। ভারতের সেন্ট্রাল ড্রাগ স্ট্যাটাস কন্ট্রোল অর্গানাইজেশনেরও এই একই নিয়ম।

প্রথম দুই পর্যায়ের টিকা ট্রায়াল’ দেখে এই টিকা ৬০% কার্যকারী হতে পারে বলে বোঝা গেছে। তবে তার বেশিও হতে পারে। বয়স্কদের শরীরেও ভালোভাবে কাজ করবে এই টিকা বলে মনে করছেন তারা। এই টিকা বাজারে আনার ক্ষেত্রে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত টার্গেট করা হয়েছে বলে জানিয়েছেন সাই ডি প্রসাদ। যদিও ভারত বায়োটেক জানিয়েছিল সব ঠিক থাকলে ফেব্রুয়ারির মধ্যে চলে আসতে পারে টিকা। তবে তৃতীয় পর্বের ট্রাইল সম্পন্ন করে, স্বেচ্ছাসেবকদের শরীরে টিকার কার্যকারিতা ও সুরক্ষার বিষয়ে নিশ্চিত হয়ে তবেই এই টিকা বাজারে আনা হবে বলে জানিয়েছেন তিনি। চূড়ান্ত পর্বের ট্রায়াল’ শেষ করে খাতায়-কলমে ভ্যাকসিন রেগুলেটরি কমিটির অনুমোদন নিয়েই এই টিকা বাজারে আনতে এপ্রিল মাস হয়ে যাবে।

২৮ দিনের ব্যবধানে টিকার দুটো ডোজ স্বেচ্ছাসেবকদের দেওয়া হয়েছিল।তাতে তাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে বলে জানিয়েছেন ভাইরোলজিস্টরা। চূড়ান্ত পর্বে ২৬ হাজার মানুষকে এই টিকা দিয়েছে ভারত বায়োটেক। সারাদেশে পঁচিশটি জায়গায় চলছে এই ট্রায়াল। কেন্দ্রের গাইডলাইন মেনে তৃতীয় পর্বে উপসর্গহীন রোগীদের ওপরেও এই টিকা পরীক্ষা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *