আমাদের ভারত, ৩১ জানুয়ারি:২৬ জানুয়ারি দিল্লিতে জাতীয় পতাকার অবমাননায় গোটা দেশ কষ্ট দুঃখ পেয়েছে। প্রজাতন্ত্র দিবসের লালকেল্লা জাতীয় পতাকার অবমাননা সম্পর্কে মন কি বাত অনুষ্ঠানে এই কথাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
চলতি বছরের প্রথম মন কি বাত অনুষ্ঠানে লালকেল্লা সংঘর্ষের ঘটনা নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী। মোদী বলেন প্রজাতন্ত্র দিবসের দিন লালকেল্লায় তেরঙ্গার অবমাননা করা হয়েছে। তাতে আমি দুঃখিত।এই ঘটনাকে কোন মতেই মেনে নেওয়া যায় না। এর আগে প্রধানমন্ত্রী বলেছিলেন, আইন আইনের পথে চলবে। সংঘর্ষের ঘটনায় কড়া পদক্ষেপ নেওয়ার কথা আগেই জানিয়েছে কেন্দ্র।
করোনা অতিমারীতে ভারতের ভূমিকাকে স্মরণ করিয়ে প্রধানমন্ত্রী বলেন, গত বছর “আমরা ধৈর্য আর সাহস দেখিয়ে ছিলাম। আর সংকল্পে পৌঁছাতে এবছরও আমরা কঠোর পরিশ্রম করব। তিনি দাবি করেন গোটা দুনিয়ায় আমরা শুধু বৃহৎ টিকাকরণ প্রকল্প চালাচ্ছি না, অত্যন্ত দ্রুতগতিতে সেটা হচ্ছে। মাত্র ১৫ দিনের মধ্যেই ভারতে ৩০ লক্ষ করোনা যোদ্ধার টিকাকরণ হয়েছে বলেও জানান তিনি। মোদী বলেন, সঞ্জীবনী বুটি অর্থাৎ করোনা টিকা বিভিন্ন দেশে পৌছে দিতে পেরেছে ভারত। আত্মনির্ভর ভারত গঠনে এটা সাফল্য। প্রধানমন্ত্রীর দাবি করোনার কারণে পৃথিবী জুড়ে সরবরাহের শৃঙ্খলা ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু আমরা প্রত্যেকে এই সংকট থেকে শিক্ষা নিতে শিখেছি। দেশ নতুন পরিকাঠামো তৈরি করেছে। একেই আত্মনির্ভরতা বলে।
২০২২ সালে স্বাধীনতার ৭৫ বছর উদযাপন করব আমরা। সেইকথা স্মরণ করিয়ে যুবসমাজের উদ্দেশ্যে বলেন , নিজের এলাকার দেশের স্বাধীনতা সংগ্রামীদের কথা লিখুন তাদের সঙ্গে জড়িয়ে থাকা ঘটনাবলীর কথা তুলে ধরুন। মোদীর মতে আপনাদের এই লেখাই হবে দেশ স্বাধীনতা আন্দোলনের যোদ্ধা প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের অন্যতম উপায়।

