আমাদের ভারত, ২৩ নভেম্বর: এশিয় দিব্যাঙ্গ তিরন্দাজী প্রতিযোগিতায় ভারতীয় দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া, বিশ্ব উশু প্রতিযোগিতায় তিন পদকজয়ীকেও অভিনন্দন জানিয়েছেন।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী এক্স হ্যাণ্ডেলে ছবি-সহ লিখেছেন, “ব্যাংককে এশিয় দিব্যাঙ্গ তীরন্দাজী প্রতিযোগিতায় ভারতের ঐতিহাসিক জয়! অসাধারণ মানের জন্য এই দক্ষ দিব্যাঙ্গ তীরন্দাজী দলকে অভিনন্দন– ইতিহাসের বইতে তাঁদের নাম লেখার জন্য! দলটি ৪টি স্বর্ণপদক সহ মোট ৯টি পদক পেয়েছে। চ্যাম্পিয়নশিপে তাদের সর্বকালের সেরা মান উজ্জ্বল হয়ে উঠেছে। তাঁদের অবদানের জন্য প্রতিটি ক্রীড়াবিদকে অভিনন্দন। তাঁরা যেন সবসময় আমাদের গর্বিত করেন।“
বিশ্ব উশু প্রতিযোগিতায় ভারতের তিন পদকজয়ীকে
অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী এক্স হ্যাণ্ডেলে ছবি-সহ লিখেছেন, “মার্কিন যুক্তরাষ্ট্রে সম্প্রতি অনুষ্ঠিত ১৬-তম বিশ্ব উশু চ্যাম্পিয়নশিপে পদক জয়ের জন্য আমি আমাদের উশু চ্যাম্পিয়ন রোশিবিনা দেবী, কুশল কুমার এবং চভিকে অভিনন্দন জানাই। তাঁদের দৃঢ়তা ও দক্ষতা সত্যিই জাতিকে গর্বিত করেছে। আমিও আত্মবিশ্বাসী যে তাঁদের সাফল্য উশুকে ভারতে আরও জনপ্রিয় করে তুলবে। তাঁদের ভবিষ্যৎ প্রচেষ্টার প্রতি রইল আমার শুভকামনা।“