মোদী কি ওখানে গিয়ে মাচা বেঁধে ভাষণ দিলে কাজ তাড়াতাড়ি এগোবে, প্রশ্ন তথাগত’র

আমাদের ভারত, ২৩ নভেম্বর : উত্তরকাশীতে উদ্ধারকাজ নিয়ে কিছু মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেছেন। প্রশ্ন তুলেছেন, কেন তিনি ঘটনাস্থলে যাচ্ছেন না। বৃহস্পতিবার তার জবাব দিলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

তথাগতবাবু এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “সুড়ঙ্গে শ্রমিকদের প্রাণরক্ষা বিশেষজ্ঞদের কাজ। সে কাজ যথাসম্ভব দ্রুততার সঙ্গে করা হচ্ছে। প্রধানমন্ত্রী কি ওখানে গিয়ে মাচা বেঁধে ভাষণ দিলে কাজ তাড়াতাড়ি এগোবে ? আমাদের মাননীয়া হলে অবশ্য তাই করতেন, শ্রমিকরা পচে মরত।”

তৃণমূলের বাংলা সহায়তাকেন্দ্রের প্রবাল ঘোষের একাধিক ভুল বানান-সহ সংশ্লিষ্ট একটি মন্তব্যের প্রেক্ষিতে এই মন্তব্য করেছেন তথাগতবাবু।

প্রসঙ্গত, উত্তরকাশীতে সুরঙ্গে আটকে পড়া ৪১ শ্রমিকের উদ্ধারকাজে তদারকি করছেন প্রধানমন্ত্রীর দফতরের প্রাক্তন পরামর্শদাতা ভাস্কর খুলবে এবং পিএমও-র ডেপুটি সেক্রেটারি মঙ্গেশ ঘিলধিয়াল। তাঁরা ওই সুড়ঙ্গ ও তার আশেপাশের এলাকা ঘুরে দেখেছেন। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী-র সঙ্গে ফোনে সরাসরি যোগাযোগ রেখেছেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী উত্তরকাশীতেই রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *