Modi, BJP, ‘পরিকাঠামো উন্নয়নে বিপ্লবের একাদশ বর্ষ’ স্মরণে মোদী

আমাদের ভারত, ১১ জুন: “অসাধারণ পরিকাঠামো সংযোজনের মাধ্যমে ভারতের প্রবৃদ্ধির গতিপথকে আরও উন্নত করা হয়েছে।” ‘পরিকাঠামো উন্নয়নে বিপ্লবের একাদশ বর্ষ’ স্মরণে এ কথা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বুধবার এক্সবার্তায় সুদৃশ্য ভিডিয়ো-সহযোগে প্রধানমন্ত্রী লিখেছেন, “রেলপথ থেকে মহাসড়ক, বন্দর থেকে বিমানবন্দর, ভারতের দ্রুত বর্ধনশীল অবকাঠামোর বিস্তার ‘জীবনযাত্রার সহজতা’ বৃদ্ধি করছে এবং সমৃদ্ধি বৃদ্ধি করছে।

পরবর্তী প্রজন্মের অবকাঠামোর জন্য ভারত স্থায়ী এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গির ওপর গুরুত্ব দেয়। এটি একটি স্বনির্ভর ভারতের ভিত্তি স্থাপন করছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *