আমাদের ভারত, ২৯ অক্টোবর: প্রবীন নাগরিকদের কাছে ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের ৭০ ও তার বেশি বয়সী নাগরিকরা আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন, মঙ্গলবার একটি অনুষ্ঠানে সেই প্রকল্পের সূচনা করেন তিনি।
লোকসভা নির্বাচনে জয়ী হয়ে তৃতীয়বার সরকার গড়ার পর বাজেটে আয়ুষ্মান ভারতের আওতায় প্রবীণ নাগরিকদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। দেশে বিজেপি শাসিত রাজ্যগুলি কেন্দ্রের এনডিএ সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পের সুযোগ পেলেও দিল্লি ও পশ্চিমবঙ্গে বসবাসকারী নাগরিকরা এর থেকে বঞ্চিত। রাজনৈতিক কারণে কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত স্বাস্থ্য প্রকল্পটি কার্যকর করা হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এই ঘটনায় তিনি ব্যথিত বলে জানান।
মোদী বলেন, দিল্লি এবং পশ্চিমবঙ্গের ৭০ বছরের বেশি বয়সী নাগরিকদের কাছে আমি ক্ষমা চাইছি, আমি আপনাদের সেবা করতে পারলাম না। আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আমি জানি আপনারা কেমন আছেন। আমি সেই খবর পাই। কিন্তু আপনাদের সাহায্য করতে পারবো না। কারণ দিল্লি ও পশ্চিমবঙ্গ সরকার আয়ুষ্মান যোজনায় যোগদান করেনি। দিল্লি ও বাংলার মানুষ আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন না। এই দুটি সরকার রাজনৈতিক কারণে আয়ুষ্মান ভারত কার্যকর করছে না। তিনি আরো বলেন, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে নিজের রাজ্যের দুঃস্থ অসুস্থদের ওপর দমন পীড়ণ চালানো হচ্ছে। এই প্রবণতা মানবতা বিরোধী। এই অবস্থায় আমি পশ্চিমবঙ্গ ও দিল্লির প্রবীণ নাগরিকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি দেশের মানুষের সেবা করতে চাই, কিন্তু রাজনৈতিক দেওয়াল দিল্লি ও পশ্চিমবঙ্গবাসীর সেবা করার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।
আয়ুষ্মান ভারত প্রকল্পে ৭০ বছরের বেশি বয়সীদের চিকিৎসার বিষয়ে প্রধানমন্ত্রীর জানান, তারা বিনামূল্যে হাসপাতালে চিকিৎসা করাতে পারবেন। তাদের আয়ুষ্মান ভায়া বন্ধনা কার্ড দেওয়া হবে। আজ চিকিৎসক ধন্বন্তরীর জন্ম জয়ন্তী উপলক্ষে ১২৪৫০ কোটি টাকার এই প্রজেক্টের সূচনা করেন তিনি।