আমাদের ভারত, হুগলী, ২২ জানুয়ারি: চুঁচুড়ায় জলাশয় ভরাটের খবর পেয়ে জলাশয় ভরাট আটকালেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। বুধবার সকালে বিধায়ক জানতে পারেন হুগলীর চুঁচুড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডে ধরগলি এলাকায় একটা জলাশয় ভরাট করে ফেলা হচ্ছে। সেই খবর পেয়ে সেখানে যান বিধায়ক।এলাকার মানুষের সাথে কথা বলেন বিধায়ক। এরপর আটকে দেন জলাশয় ভরাটের কাজ। বিধায়ক বলেন, কোনো ভাবেই কোথাও কোনো জলাশয় ভরাট করা যাবে না।