আমাদের ভারত, ২০ এপ্রিল: শনিবার সকালে অভিনেতা মিঠুন চক্রবর্তীর রোড শো ঘিরে জনজোয়ার দেখা গেল গঙ্গারামপুরে। বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে রোড শো করেন মহাগুরু। তাকে দেখতে ভিড় ছিল নজরকাড়া।
বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে শুক্রবারেই দক্ষিণ দিনাজপুর জেলায় প্রচারে এসেছেন মহাগুরু। শনিবার বেলা দশটা থেকে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের গড় গঙ্গারামপুর শহরের বিডিও মোড় এলাকা থেকে রোড শো শুরু করেন মিঠুন। ঘড়ির কাঁটা যতো এগোতে থাকে অভিনেতাকে দেখতে ভিড় ততো উপচে পড়ে।
জাতীয় সড়কের দু’ধারে কাতারে কাতারে মানুষের ভিড় লক্ষ্য করা যায়। একটা সময় শহরের প্রাণকেন্দ্র চৌমাথায় জনপ্লাবনে পরিণত হয়। রথের আদলে গাড়িতে চেপে অভিনেতা চৌমাথায় এসে পৌছান। সেখানে গঙ্গারামপুরের বিখ্যাত ক্ষীর দই চেয়ে নেন অভিনেতা। মিঠুনের সঙ্গে সেলফি তুলতে হুড়োহুড়ি শুরু হয়। তবে ধীরে ধীরে রোড শো এগিয়ে যায় কালিতলার দিকে।
মিঠুন চক্রবর্তী বলেন, সুকান্ত মজুমদার ভীষণ কাজের এবং স্বজ্জন লোক। তবে আজ শুধু মিঠুন চক্রবর্তী নন, অভিনেতা রুদ্রনীল ঘোষও ছিলেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে প্রচারে। এরপর তারা একটি সভায় যোগ দেন কুশমান্ডীতে। সেখানেও ব্যাপক ভিড় ও মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।