সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৯ জুন: পড়তে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ অষ্টম শ্রেণির ছাত্র। ছেলে ধরার আতঙ্কে গোটা পরিবার। একের পর এক ছেলে ধরা সন্দেহে গণপিটুনির ঘটনা ঘটছে উত্তর ২৪ পরগনার বনগাঁ মহকুমা সহ গোটা জেলায়। পুলিশও নিরাপত্তা নিয়ে বিশেষ সচেতন। ইতিমধ্যেই মাইক বেঁধে প্রচার শুরু করেছে প্রশাসন। এছাড়াও পুলিশি নজরদারির খামতি নেই। আর তারই মাঝে আচমকা নিখোঁজ এক স্কুল পড়ুয়া। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটে গাইঘাটা থানার আংরাইল পারুইপাড়ার শিবমন্দির এলাকায়। ছেলের খোঁজ না মেলায় পুলিশের দ্বারস্থ ওই পরিবার।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, গাইঘাটা থানার আংরাইল পারুইপাড়ার শিবমন্দির পাড়ার বাসিন্দা রাজা রায়। ১৫ বছরের ওই কিশোর আংরাইল হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। নিখোঁজ ছাত্রের বাবা সুনীল রায় পেশায় রাজমিস্ত্রি ও মা বলাকা রায় চাষ করেন। শুক্রবার সন্ধে থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তার পরিবার। শুক্রবার রাজার বাবা-মা বাড়ি ছিলেন না।
জানাগিয়েছে, সেই সময় পড়তে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয় সে। তার পর থেকে সে আর বাড়ি ফেরেনি। এর পরই আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের বাড়িতে খোঁজখবর করেন পরিবারের সদস্যরা। কিন্তু কোনও খোঁজ না মেলায় পুলিশের দ্বারস্থ হয় ওই পরিবার। ঘটনার পর থেকে বাবা মা কান্নায় ভেঙে পড়েছেন। বাবা সুনীল রায় বলেন, যেভাবে চারিদিকে ছেলেধরার কথা শুনছি, ভয় লাগছে। ছেলেকে কেউ নিয়ে চলে গিয়েছে কি না। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যায় গাইঘাটা থানার পুলিশ, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।