Mid day mesl, egra, মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ, সেল্ফ হেল্প গ্রুপের মহিলাদের বিক্ষোভ এগরার জগন্নাথপুর পল্লীমঙ্গল প্রাথমিক বিদ্যালয়ে

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৯ জুন: মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ তুলে সেল্ফ হেল্প গ্রুপের মহিলাদের বিক্ষোভ ঘটনাটি ঘটেছে শনিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের জগন্নাথপুর পল্লীমঙ্গল প্রাথমিক বিদ্যালয়ে।

স্থানীয় সূত্রে জানাগেছে, দিনের পর দিন মিড ডে মিলে দুর্নীতি করে চলেছে সেল্ফ হেল্প গ্রুপের প্রধান ছন্দা মাইতি নামে এক মহিলা। জানাগেছে, দীর্ঘদিন ধরে গ্রুপবাজি এবং মিড ডে মিলের টাকা নয়ছয় করেছে ঐ মহিলা, এমনই অভিযোগ তুলে গ্রুপের সদস্যরা বিক্ষোভ করে। এদিন গ্রুপের সদস্যরা জগন্নাথপুর পল্লীমঙ্গল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে আটকে রেখে গেটে তালা লাগিয়ে বিক্ষোভে দেখায়।

অভিযোগ, ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা এগরা পৌরসভার চেয়ারম্যান স্বপন নায়কে এই বিষয়ে বহুবার অভিযোগ করলেও তিনি তাতে কর্ণপাত করেননি। দীর্ঘ তিন ঘন্টা ধরে তালা বন্ধ অবস্থায় বিক্ষোভ দেখান গ্রুপের মহিলারা। ঘটনার খবর পেয়ে এগরা থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *