আমাদের ভারত, মেদিনীপুর, ১৭ নভেম্বর: শনিবার সকাল থেকে নিখোঁজ এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে দাসপুর থানার পুলিশ। রবিবার সকালে ওই থানা এলাকার গুড়লি গ্রামের একটি পুকুরের পাড়ের গাছ থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃত ব্যক্তির নাম মন্টু ধাড়া, বয়স পঞ্চাশ। তার বাড়ি রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকার হরিরামপুর গ্রামে। মৃত ব্যক্তি শনিবার সকাল থেকে নিখোঁজ ছিলেন। তার পরিবারের লোকজন গতকাল রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় তাকে খোঁজাখুঁজি করেন। রবিবার সকালে গুড়লি গ্রামের ওই পুকুর পাড়ে কয়েক জন গ্রামবাসী কলা গাছের পাতা কাটতে গেলে মন্টুবাবুর ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। গ্রামবাসীকে বিষয়টি জানানোর পর তারা দাসপুর থানার পুলিশে খবর দেন। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
মন্টুবাবুর স্ত্রী অঞ্জলি ধাড়া জানিয়েছেন, তাদের মধ্যে কখনো কোনও গন্ডগোল ছিল না। কি কারণে এই ঘটনা ঘটেছে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করে দেখছে।