আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৭ নভেম্বর: তিন দিন নিখোঁজ থাকার পর বাড়ির পাশের একটি পুকুর থেকে এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার অশোক পল্লির পালপাড়া এলাকায়। পুলিশ সূত্রে জানাগেছে, মৃত ব্যক্তির নাম সত্যম বোস(৪৫)। বাড়ি ওই এলাকাতেই। পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রায়গঞ্জ থানার অশোক পল্লির পালপাড়া এলাকার বাসিন্দা সত্যম বোস তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। সত্যমবাবুর পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন কিন্তু কোনও খোঁজ পাননি। সত্যমবাবু পেশায় গাড়ির খালাসি। বুধবার দুপুরে পালপাড়া এলাকার একটি পুকুরে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা। মৃতদেহটিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এই খবর জানাজানি হতেই মৃতদেহ দেখতে ছুটে আসে আশপাশ থেকে বহু মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রায়গঞ্জ থানার পুলিশ। সত্যম বাবুর মৃতদেহটি পুকুর থেকে উদ্ধার করে রায়গঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।