আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৭ নভেম্বর: মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার আঠারোটি মণ্ডল কমিটির সভাপতির নাম ঘোষণা করার পর দুটি জায়গায় বিজেপি কর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ঝাড়্গ্রাম শহর মন্ডল কমিটির সভাপতি হিসেবে নন্দন ঠাকুরের নাম ঘোষণার পর কিছু বিক্ষুব্ধ বিজেপি সমর্থক ঝাড়গ্রাম শহরে বাইক মিছিল করে ক্ষোভ প্রকাশ করেন। অন্যদিকে, শিলদা মণ্ডল কমিটির সভাপতি হিসেবে সব্যসাচী বরাটের নাম ঘোষণার পর বুধবার সকালে শিলদা কালী মন্দির এলাকায় ক্ষোভ প্রকাশ করে পোস্টার দেন একাংশ বিজেপি সমর্থক। অবিলম্বে সব্যসাচী বরাটের পরিবর্তে অন্য কাউকে মণ্ডল কমিটির সভাপতি করার দাবি জানানো হয়েছে ওই পোস্টার গুলিতে। কম্পিউটার প্রিন্ট পোস্টার গুলির নিচে লেখা রয়েছে ‘বিজেপি সমর্থক”।
উল্লেখ্য, মঙ্গলবার বিজেপির জেলা কার্যালয়ে ঝাড়গ্রাম জেলার আঠারোটি মণ্ডল কমিটির মধ্যে চৌদ্দটির সভাপতি পদে পরিবর্তন আনা হয়। এই চৌদ্দ জনের নাম ঘোষণা করেন রাজ্য বিজেপির নেতা তুষার কান্তি ঘোষ। উপস্থিত ছিলেন রাজ্য মহিলা মোর্চার নেত্রী পলি ঘোষ।