পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২০ আগস্ট: রাতের অন্ধকারে গ্রামের মনসা মন্দিরে ভাঙ্গচুর করলো দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের পরমন্দপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, আনুমানিক প্রায় আড়াইটে থেকে তিনটের সময় ওই এলাকায় দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেট গাড়ি প্রথমে একটি সরকারি টিউব ওয়েল ভাঙ্গে, পরে আরো একটি অন্য প্রাইভেট গাড়িতে ধাক্কা মেরে তারপর মনসা মন্দির ভাঙ্গার চেষ্টা করে। মনসা মন্দিরটির দেওয়াল এবং ছোট দরজা ভেঙ্গে যায়। এরপর গাড়িটি রেখেই চম্পট দেয় দুষ্কৃতীরা বলে অভিযোগ। সকাল হতেই এলাকার মানুষজন দেখেন রাস্তার উপরে একটি প্রাইভেট গাড়ি দাঁড় করানো রয়েছে এবং ভাঙ্গা অবস্থায় রয়েছে মনসা মন্দিরের বেশ কিছুটা অংশ।
জনবহুল এলাকার যাতায়াতের রাস্তার উপরে গাড়িটি দাঁড়িয়ে থাকায় অসুবিধায় পড়তে হচ্ছিল সাধারণ মানুষকে তড়িঘড়ি গ্রামের লোকজন গাড়িটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যায়। জনবহুল এলাকায় এই ধরনের ঘটনা ঘিরে এলাকায় রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনো পর্যন্ত পরিষ্কার নয়, তবে প্রশাসনের দ্বারস্থ হচ্ছেন গ্রামবাসীরা।