পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১ ডিসেম্বর: বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলকে বিপাকে ফেলে সীমান্ত শহরের সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে থাবা বসালো বিজেপি। লোকশিল্পীদের ভিড়ও উপচে পড়লো পদ্মবনে যোগদানে। মঙ্গলবার হিলির ত্রিমোহিনী তিনমাথা মোড়ে তৃণমূল থেকে ৯৩ জন, আরএসপি ও সিপিএম থেকে ৮৭ জন, সংখ্যালঘু মহিলা ৩৫ জন এবং ৮৫ জন লোকশিল্পী মিলিয়ে মোট ৩০০ জন বিজেপিতে যোগদান করেছে বলে দাবি বিজেপির। যদিও কোনও নেতার দল ছাড়ার খবর নেই বলেই জানানো হয়েছে তৃণমূল ও আর এস পির তরফে।
এদিন সন্ধ্যায় এই দলবদল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক রথীন বসু, বালুরঘাটের সাংসদ ড. সুকান্ত মজুমদার, জেলা বিজেপি সভাপতি বিনয় কুমার বর্মন সহ অন্যান্যরা। যেসভা থেকেই গরুপাচারে জড়িত হিলির তৃণমূল নেতাদের কোনো রেয়াত করা হবে না বলে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন বালুরঘাটের বিজেপি সাংসদ।

সুকান্ত মজুমদার বলেন, সিন্ডিকেট ও তোলাবাজিতে হিলির বহু তৃণমূল নেতাই যুক্ত রয়েছেন। ডাকু, মাকু, লেমন যারা এনামুল(গরুপাচার) যোগে জড়িত রয়েছেন তাদের সকলের উপরই নজর রয়েছে। সময় আসলেই তাদের বিরুদ্ধেও নেওয়া হবে কড়া ব্যবস্থা।
রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক রথীন বসু জানিয়েছেন, সাধারণ মানুষ তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। দলে দলে বিজেপিতে যোগদান করছে। এদিন প্রায় ৩০০ জন পরিবারের হাতে বিজেপির পতাকা তুলে দেওয়া হয়েছে।

