পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ ডিসেম্বর: কেন্দ্রীয় সরকারের যুব উন্নয়ন বিষয়ক দপ্তর নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনির সিটি কলেজে সাত দিনের জেলা স্তরের যুব উৎসবের আয়োজন করা হয়। যার উদ্বোধন হয়ে গেল শনিবার। উদ্বোধন করেন শালবনী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাত। উপস্থিত ছিলেন মেদিনীপুর সিটি কলেজের অধিকর্তা, নেহেরু যুব কেন্দ্রের যুব আয়োজক সাথী সিংহ, অধিকার মিত্র, কাজী মোঃ মুর্তাজা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।
এদিন উৎসবের প্রথম দিনে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফ থেকে লিগ্যাল লিটারিস্ট স্টলের আয়োজন করা হয়। যেখানে বিভিন্ন আইনি প্রক্রিয়া সম্বন্ধ্যে ছাত্রছাত্রীদের অবগত করা হয়।