ডিজিটাল মিডিয়ার পক্ষে সওয়াল মন্ত্রী শিউলি সাহার

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ মার্চ: ডিজিটাল মিডিয়ার পক্ষে সওয়াল করলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শিউলি সাহা। বড় মিডিয়াগুলির প্রতি একহাত নিয়ে তিনি বলেন, বড় মিডিয়াগুলো একপেশে খবর প্রকাশ করে। বিক্রি হয়ে যায় কোন রাজনৈতিক দলের কাছে। তারা গ্রামের ছোট ছোট ঘটনা তুলে ধরে না, কিন্তু ছোট ছোট ডিজিটাল মিডিয়াগুলো গ্রামের প্রত্যন্ত এলাকায় গিয়ে প্রকৃত খবর তুলে ধরে। কেশপুরে দিদির সুরক্ষা কবজ কর্মসূচির প্রচারে গিয়ে মন্ত্রী শিউলি সাহা এভাবেই ডিজিটাল মিডিয়ার পক্ষে সফল করলেন।

বৃহস্পতিবার সকালে কেশপুর ব্লকের ১৫ নম্বর অঞ্চলের পাকুরিয়া শীতলা মন্দিরের পুজো দিয়ে শুরু করলেন দিদির সুরক্ষা কবজের প্রচার। এলাকা মানুষের কয়েকটি আবদার পূরণ করার জন্য প্রতিশ্রুতি দেন তিনি। কেশপুরের গোষ্ঠীদ্বন্দ্ব প্রসঙ্গে তিনি বলেন, বড় পরিবারে যেমন দ্বন্দ্ব থাকে সেই ভাবেও তৃণমূল কংগ্রেস একটা পরিবার। এতে দ্বন্দ্ব থাকবে, কিন্তু মাথার ওপরে আছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সমস্ত রকম বিষয়গুলোকে ম্যানেজ করে নেবেন। তিনি এ দিন কেশপুর গভর্নমেন্ট আইডিয়াল কলেজের বিষয় নিয়ে বলেন, আমি খুব শীঘ্রই ব্যাপারটা নিয়ে দেখবো। কলেজগুলোতে আমন্ত্রণ না থাকায় আমি যেহেতু যাইনি তাই ওই বিষয়ে আমার কিছু জানা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *