State Defence Minister, Gun and Shell Factory, কলকাতার গান এন্ড শেল ফ্যাক্টরি পরিদর্শনে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী

আমাদের ভারত, কলকাতা, ১১ জুলাই: কলকাতার কাশীপুর গান অ্যান্ড শেল ফ্যাক্টরি ঘুরে দেখলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ। বুধবার সন্ধ্যায় তিনি কারখানার কার্যপ্রণালী এবং বর্তমান পরিস্থিতি নিয়ে বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন।

এরপর উৎপাদন বৃদ্ধি করতে কারখানায় যেসব অত্যাধুনিক সুযোগ-সুবিধা তৈরি করা হয়েছে এবং পরিকাঠামো উন্নয়ন করা হয়েছে সেগুলিও দেখেন। তিনি গান অ্যান্ড শেল ফ্যাক্টরির উৎপাদন সক্ষমতা, আধুনিকীকরণের লক্ষ্যে বর্তমান প্রকল্প এবং ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনা নিয়ে পর্যালোচনা করেন। কারখানার গুণগত মান ও দক্ষতার সর্বোচ্চ মান বজায় রাখার জন্য কারখানার আধিকারিক ও শ্রমিকদের প্রশংসা করেন।

ভারতের প্রতিরক্ষা-বিষয়ক বিভিন্ন উৎপাদন কেন্দ্র আগে ছিল অর্ডনান্স ফ্যাক্টরি বোর্ডের নিয়ন্ত্রণে। ২০২১-এর ১ অক্টোবর থেকে এই দায়িত্ব বর্তায় অ্যাডভান্সড ওয়েপনস এন্ড ইকুইপমেন্ট ইন্ডিয়া লিমিটেডের। এর চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর রাজেশ চৌধুরী গান এন্ড শেল ফ্যাক্টরির সাম্প্রতিক সাফল্য মন্ত্রীর সামনে তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *