পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ নভেম্বর: জল জীবন মিশন প্রকল্পের কাজ কতটা এগিয়েছে তা খতিয়ে দেখতে কেশিয়াড়িতে এলেন মন্ত্রী মানস রঞ্জন ভুঁইঞা। এদিন পঞ্চায়েত সমিতির সভাপতি ও ব্লক প্রশাসনের সঙ্গে বৈঠক করে তিনি জানান, ব্লকে জল জীবন মিশন প্রকল্পের কাজ কিভাবে হচ্ছে, কোনো বাধা আছে কিনা তা দেখতেই মূলত এদিনের এই বৈঠক। কাজের গতি ত্বরান্বিত করতে এই বৈঠকে বসেছিলেন মন্ত্রী মানস ভুঁইঞা।
কদিন আগেই জেলাতে এসেছিলেন জনস্বাস্থ্য ও কারিগারি দপ্তরের মন্ত্রী পুলক রায়। তাঁর নির্দেশ ছিল দ্রুত “জল জীবন মিশন” প্রকল্পের কাজ শেষ করতে হবে। সেই কাজে তদারকির জন্য দায়িত্ব দিয়ে যান মানস ভুঁইঞাকে। এদিন মানসবাবু জানান, কাজের গতি কেমন, কাজের ক্ষেত্রে জমির কোনো সমস্যা বা পাইপ লাইন পাতার কোনো সমস্যা আছে কিনা সেই বিষয়গুলি দেখার জন্য সবাইকে নিয়েই বৈঠক করা হলো।