জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৮ সেপ্টেম্বর: ক্ষুদ্র শিল্পের উন্নয়নে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি সহযোগিতা করছে না বলে অভিযোগ করলেন মন্ত্রী মানস ভুঁইঞা।
মঙ্গলবার মেদিনীপুর জেলা পরিষদের তাঁত শিল্প প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ক্ষুদ্র শিল্পোদ্যোগীদের ঋণ দিতে চাইছে না রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি। এমনকি তারা মুখ্যমন্ত্রীর প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ছাত্র-ছাত্রীদেরও ঋণ দিতে সেভাবে এগিয়ে আসছে না। জেলাশাসককে বিষয়টি দেখার অনুরোধ জানান তিনি। মঙ্গলবার থেকে জেলা পরিষদ চত্বরে তাঁত বস্ত্র প্রদর্শনী শুরু হয়েছে। চলবে ১২ অক্টোবর পর্যন্ত। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে মানসবাবু ছাড়াও হাজির ছিলেন ক্ষুদ্র শিল্প দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ, বিধায়ক অজিত মাইতি, দীনেন রায়, সমাজসেবী সুজয় হাজরা, কর্মাধ্যক্ষ শৈবাল গিরি, নির্মল ঘোষ প্রমুখ।