দু’বছরের মধ্যেই জঙ্গি নকশালপন্থা সম্পূর্ণ মুছে যাবে দেশ থেকে, দাবি অমিত শাহের

আমাদের ভারত, ৭ অক্টোবর: মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে গত দশ বছরে দেশে নকশালদের তৎপরতা কমেছে অনেকটাই। দিল্লিতে “জঙ্গি নকশাপন্থী পর্যালোচনা” সংক্রান্ত বৈঠকে এই দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সঙ্গে তিনি ঘোষণা করেছেন আগামী দু’বছরের মধ্যে জঙ্গি নকশাপন্থাকে পুরোপুরি মুছে ফেলা সম্ভব হবে দেশ থেকে।

দিল্লির ওই বৈঠকে জাতীয় নিরাপত্তা ও উপদেষ্টা অজিত দোভাল উপস্থিত ছিলেন। এছাড়াও মাওবাদী উপদ্রুত ঝাড়খন্ড, বিহার, ওড়িশা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশের মতো রাজ্যগুলির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মহারাষ্ট্র, ঝাড়খন্ড, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীরাও ছিলেন বৈঠকে। এই বৈঠকে অমিত শাহ বলেন, গত চার দশকের মধ্যে ২০২২ সালেই দেশের মাওবাদী উপদ্রুত এলাকাগুলিতে মৃত্যু ও হিংসার ঘটনা কম ঘটেছে। আমরা মনে করছি আগামী দু’ বছরের মধ্যে এই ধরনের সব ঘটনা পুরো নির্মূল করে ফেলা সম্ভব হবে।

২০১০ সালের তুলনায় ২০২২-এ মাওবাদী হামলা ৭৭ শতাংশ কমেছে বলে তথ্য দিয়ে দাবি করেছেন অমিত শাহ। তাঁর দাবি, মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর ২০১৫ সালে জঙ্গি নকশাল পন্থা দমনে যে জাতীয় পর্যায় নীতি গ্রহণ করেছিলেন তার সুফল পাওয়া শুরু হয়ে গেছে। দুর্নীতি উন্নয়নের অভাবে প্রত্যন্ত এলাকাগুলিতে মাওবাদী সমস্যা মাথাচাড়া দেওয়ার সম্ভাবনা থাকে। সেখানের সরকারের তরফে করা উন্নয়নের ফলে মাওবাদীদের প্রতিপত্তি কমেছে বলেই মনে করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *