রাজ্যের শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ নিয়ে অমিত শাহর দ্বারস্থ হলেন মিহির গোস্বামী

নীল বণিক,আমাদের ভারত, কলকাতা, ২৮ নভেম্বর:
উত্তরবঙ্গের শাসক দলের সন্ত্রাস নিয়ে অমিত শাহর দ্বারস্থ হলেন মিহির গোস্বামী। দিল্লিতে সদ্য বিজেপিতে যোগ দেওয়া কোচবিহারের বিধায়ক শনিবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন। কোচবিহারের সাংসদ নীতিশ প্রামানিককে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে নালিশ জানান তিনি।

প্রসঙ্গত, শুক্রবার দিল্লিতে কৈলাস বিজয়বর্গীয়র হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন মিহির গোস্বামী। গতকালই দিল্লিতে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে সরব হয়েছিলেন তিনি। এরপরই আজ সরাসরি কোচবিহারে শাসক দলের নেতা ও পুলিশের বিরুদ্ধে আমিত শাহের কাছে নালিশ জানিয়েছেন। পাশাপাশি কোচবিহারে বিজেপির সাংগঠনিক দিকনিয়ে আলোচনা করতে রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত কাছে গিয়েছিলেন মিহির গোস্বামী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *