পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ আগস্ট: সার্ধশতবর্ষ অতিক্রম করা মেদিনীপুর কলেজ (স্বশাসিত) এর মুকুটে যোগ হলো এক উজ্জ্বল পালক। ভারতের শিক্ষা মন্ত্রক প্রবর্তিত National Institutional Ranking Framework (NIRF) এর সদ্য প্রকাশিত ২০২৪ বর্ষের তালিকায় মেদিনীপুর কলেজ সারা দেশের কলেজগুলির মধ্যে ৩২তম স্থান অধিকার করেছে। দেশের মধ্যে বত্রিশতম কলেজ হওয়ার পাশাপাশি রাজ্যের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে মেদিনীপুর কলেজ।
প্রসঙ্গত, ২০২২ সালে প্রকাশিত এনআইআরএফ তালিকায় দেশের কলেজগুলির মধ্যে মেদিনীপুর কলেজ ছিল ৯৭তম স্থানে। ২০২৩ সালে ২৪ ধাপ উঠে এসে ৭৩তম স্থান অধিকার করে। এ বছর সেখান থেকে আরো একচল্লিশ ধাপ এগিয়ে ৩২তম স্থান অধিকার করা যে বিশেষ প্রশংসার দাবি রাখে তা বলাই বাহুল্য। দেশের প্রথম ১০০ কলেজের তালিকায় রাজ্যের কলেজের সংখ্যা সাত। আর তার মধ্যে অন্য ছটি কলেজই কলকাতা ও তৎসংলগ্ন হাওড়া জেলার। বিশেষ উল্লেখ্য যে, প্রথম একশোয় থাকা রাজ্যের কলেজগুলির মধ্যে মেদিনীপুর কলেজের চাইতে এগিয়ে থাকা কলেজগুলি মিশনারি কলেজ। গভর্নমেন্ট-এইডেড কলেজগুলির মধ্যে মেদিনীপুর কলেজই রাজ্যের মধ্যে প্রথম। জেলা শহরে অবস্থিত হয়ে দেশের অসংখ্য কলেজের মধ্যে সমুজ্জল স্থানে থাকার কৃতিত্বকে আলাদা করে বহবা জানাচ্ছেন শিক্ষাবিদেরা। এনআইআরএফ- এর মানদন্ডে ১০০ নম্বরের মধ্যে মেদিনীপুর কলেজের স্কোর ৫৮.৯১।
কলেজের এনআইআরএফ- এর কো-অর্ডিনেটর ডঃ তনুশ্রী পাল জানান যে, অন্যান্য বছরের তুলনায় তথ্য আহরণ এবং তথ্য সংরক্ষণ সঠিক হওয়ায় এই ফলাফল। তিনি এও জানান যে, এনআইআরএফ- এর বিভিন্ন বিভাগ, যেমন- টিচিং-লার্নিং রিসোর্স, রিসার্চ অ্যান্ড প্রোফেশনাল প্র্যাকটিস, আউটরিচ অ্যান্ড ইনক্লুসিভিটি, গ্র্যাজুয়েট আউটকাম এবং পারসেপশন প্রভৃতিতে সম্মিলিতভাবে ভালো ফল করার কারণেই এই অগ্রগতি। এবছর এনআইআরএফ- এর তরফে কলেজ থেকে প্রদত্ত তথ্য বিশেষভাবে যাচাই হওয়াও কলেজের ভালো ফলের সহায়ক হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক সত্যরঞ্জন ঘোষ জানান যে, সমগ্র দেশের মধ্যে ৩২তম স্থানে থাকা সন্তোষজনক হলেও কলেজ তাতেই সন্তুষ্ট হয়ে থেমে থাকতে রাজি নয়। তিনি বলেন যে, একবছরের মধ্যে তালিকায় ৪১ ধাপ উঠে আসা এটা প্রমাণ করে যে কলেজ সঠিক পথেই এগোচ্ছে। এভাবেই এগোতে থাকলে কলেজ যে রাষ্ট্রীয় তালিকায় নিজের স্থান ধরে রাখতে বা আরো ওপরে উঠতে পারবে, সে আশাও ব্যক্ত করেন তিনি। কলেজের এই স্বীকৃতি লাভের জন্য তিনি কলেজের সবাইকে ধন্যবাদ ও সাধুবাদ জানান। সর্বভারতীয় স্তরে প্রথম বত্রিশটি কলেজের মধ্যে স্থান পাওয়ায় আনন্দিত মেদিনীপুর কলেজের অধ্যাপক, ছাত্রছাত্রী, শিক্ষাকর্মী, প্রাক্তনী সহ সকলেই।