আমাদের ভারত, ২ জুন: তেলেঙ্গানার প্রতিষ্ঠা দিবসে জনগণের উদ্দেশ্যে বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।
“তেলেঙ্গানার প্রতিষ্ঠা দিবসে রাজ্যের সাধারণ জনগণকে শুভেচ্ছা।” সোমবার এক্সবার্তায় এই শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি লিখেছেন, “জাতীয় অগ্রগতিতে অসংখ্য অবদান রাখার জন্য রাজ্যটি পরিচিত। গত দশক ধরে এনডিএ সরকার রাজ্যের জনগণের জন্য, ‘জীবনযাত্রার সহজতা’ বৃদ্ধির জন্য অনেক পদক্ষেপ নিয়েছে। রাজ্যের জনগণ সাফল্য এবং সমৃদ্ধিতে আশীর্বাদিত হোক।”
অন্যদিকে, “তেলেঙ্গানা রাজ্যের প্রতিষ্ঠা দিবসে, রাজ্যের ভাই ও বোনদের আন্তরিক শুভেচ্ছা।” সোমবার এক্সবার্তায় এই শুভেচ্ছা জানালেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
তিনি লিখেছেন, “সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য এবং পরিশ্রমী জনগণের সাথে, তেলেঙ্গানা ভারতের জাতিগত-সাংস্কৃতিক মানচিত্রে উজ্জ্বলভাবে জ্বলজ্বল করছে। রাজ্যটি সমৃদ্ধির নতুন উচ্চতায় পৌঁছাক।”