Murmu, Rahul, Amit, Tirupati, তিরুপতিতে দুর্ঘটনায় বার্তা রাষ্ট্রপতি মুর্মু, রাহুল গান্ধী ও অমিত শাহর

আমাদের ভারত, ৯ জানুয়ারি: অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে ভক্তদের ভিড়ে পদদলিত হয়ে অন্তত ছয়জন প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার এ ব্যাপারে শোক প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি মুর্মু, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

তিরুপতিতে পদদলিত হয়ে বহু ভক্তের প্রাণহানি ঘটেছে জেনে দুঃখিত। আমি শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

রাহুল গান্ধী শোকবার্তায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি কংগ্রেস কর্মীদের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে এগিয়ে আসার আহ্বান জানান।

অমিত শাহও শোকপ্রকাশ করে এক্সে লেখেন, “তিরুপতি মন্দিরে পদদলিত হওয়ার দুর্ভাগ্যজনক ঘটনায় ব্যথিত। নিহতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক।

প্রসঙ্গত, ভক্তরা বৈকুণ্ঠ দ্বার দর্শনের টিকিটের জন্য ভিড় করলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন অনেকেই। ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এআইএমআইএম প্রধান অরবিন্দ কেজরিওয়াল এবং দেশের কিছু শীর্ষ রাজনৈতিক নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *