আমাদের ভারত, ১৭ নভেম্বর: ১৩৪৬ সালের বাড়িটি নির্মাণ করা হয়। নেপথ্যে তৎকালীন জমিদারদের মধ্যে অমিয় সাহার নাম পাওয়া যায়। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়ন এর অন্তর্গত পরানপুরে তাঁর এই দৃষ্টিনন্দন বাড়ি। বর্তমানে এখানে দুটি পুরাতন ভবন দৃশ্যমান। যার একটি বাড়ি ভূমি অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে। অন্যটি জমিদার অমিয় সাহা মাহতাব চাঁদ এর কাছে বিক্রি করে ভারতে চলে যান। বাড়ির চতুর্দিকে আরো কিছু স্থাপনা ছিলো যেগুলোর কিছু ধ্বংসাবশেষ এখনো চোখে পড়ে।
জানা যায় অমিয় সাহার অঢেল সহায় সম্পত্তি ছিল। দেড়শ বছর আগে তৈরি করা হয় বাড়িটি। ১৯৫০ সাল নাগাদ অমীয় সাহা এটি বিক্রি করে সপরিবারে কলকাতা চলে যান। পরবর্তী সময়ে তিনি আর বাংলাদেশে আসেননি। ভাঙ্গা উপজেলার বিভিন্ন জায়গায় তাঁর প্রায় সাড়ে তিনশ বিঘা জমি ছিল। সেই জমিও তিনি বিক্রি করে দেন।
মাহতাব চাঁদ বাড়িটি কেনার পর থেকেই এটি পীরের বাড়ি হিসেবেই অধিক পরিচিত। বিভিন্ন সময়ে ওরশের আনুষ্ঠানিকতার কাজে বাড়িটি ব্যবহৃত হচ্ছে। মাহতাব চাঁদের মৃত্যুর পর তাঁর ছেলে নবাব চাঁদ উত্তরাধিকার সূত্রে এই বাড়ির মালিক হন। বছরের বিভিন্ন সময়ে ওরশের সময় এখানে অসংখ্য মানুষের পদচারণা লক্ষ্য করা যায়। অসাধারণ কারুকার্য খচিত এই বাড়িটি।
ছবি মুকিম।
সূত্র— সাজ্জাদুর রশিদ, ঘুরি-ফিরি ফরিদপুর গ্রুপ।
সঙ্কলন— অশোক সেনগুপ্ত।