বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগে নদীয়ায় জেলাশাসকে স্মারকলিপি

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৫ জুন: বিজেপি কর্মীদের ওপর একের পর এক হামলা হচ্ছে। জেলার বিভিন্ন প্রান্তে এই কারণে বিজেপি কর্মীরা কোনও রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারছে না। এই অভিযোগ জানিয়ে নদিয়া জেলা শাসকের কাছে স্মারকলিপি দিল বিজেপি।

আজ বিজেপির জেলা সভাপতি অশোক চক্রবর্তীর নেতৃত্বে তারা নদিয়ার জেলা শাসকের কাছে স্মারকলিপি দেন। জেলা সভাপতির বক্তব্য, তাদের কর্মীদের ওপর হামলা করা হচ্ছে এবং পুলিশ সে ক্ষেত্রে নিষ্ক্রিয় থাকছে কিছু ব্যবস্থা নিচ্ছে না। গতকালই শান্তিপুরের এক বিজেপি কর্মীকে গঙ্গা স্নান করে ফেরার সময় তৃণমূল কর্মীরা ব্যাপক মারধর করে। সে কল্যাণীর জহরলাল নেহেরু হাসপাতাল আশঙ্কাজনক অবস্থায় ভর্তি কিন্তু পুলিশ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। এছাড়াও কল্যাণীতে পুলিশ তাদের কর্মীদেরকে যেকোনো রাজনৈতিক কর্মসূচি করতে গেলেই গ্রেপ্তার করছে এবং বিজেপি কর্মীদের ওপর অত্যাচার করছে। এমনকি বিজেপি সাংসদ জগন্নাথ সরকারকেও প্রশাসনিকভাবে নদিয়া পুলিশ ও নদিয়া স্বাস্থ্য বিভাগ হেনস্থা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *